পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছাড়ালো। রায়গঞ্জের একটি বেসরকারি নার্সিংহোমের ঘটনা।জানা যায়,দিন কয়েক আগে সাইকেল চালাতে গিয়ে পা ভেঙে যায় দক্ষিণ দিনাজপুরের কুসুমন্ডি এলাকার কানাই চৌহান (১১) এর।
তাকে রায়গঞ্জে এক অস্থি রোগ বিশেষজ্ঞের কাছে আনা হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে নার্সিংহোমে ভর্তি করা হয়।রবিবার রাতে শিশুটির অপারেশন করার পর ওই শিশুটি পায়ের যন্ত্রণায় ছটফট করতে থাকে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে বেশ কয়েকটি ব্যথার ওষুধ দেওয়া হয়,আর তাতেই সোমবার শিশুটির মৃত্যু হয় বলে অভিযোগ করেন পরিবারের লোকেরা।
আরও পড়ুনঃ রুগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত শালবনী হাসপাতাল
এদিকে মাত্র তিন মাসের প্রশিক্ষণ নিয়ে ওই নার্সিংহোমে এ এন এম নার্সেরা নিযুক্ত হয়েছেন বলে জানতে পেরে নার্সদের দিকেও অভিযোগ উঠেছে।কিভাবে গুরুত্বপূর্ণ চিকিৎসা ক্ষেত্রে মাত্র স্বল্প সময়ে প্রশিক্ষণ নিয়ে তারা এ এন এম হলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে।তবে নার্সের গাফিলতি এবং অদূরদর্শিতার কারণে এই শিশুটির মৃত্যু হয়েছে বলে এদিন স্বীকার করে নিয়েছেন ওই শিশুটির চিকিৎসক।তবে থেকেই উত্তেজনা থাকায় পরিস্থিতি সামলাতে হাজির হয় রায়গঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584