হাসপাতালে ভরতি হয়েও শেষরক্ষা হল না, রোগী মৃত্যুতে কাঠগড়ায় এসএসকেএম

0
82

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

sskm hospital | newsfront.co
ফাইল চিত্র

টানা ৬ দিন বিনা চিকিৎসায় পড়ে রইলেন রোগী। অবশেষে সোমবার সকালে যন্ত্রণায় ছটফট করতে করতে মৃত্যু হয় শিলিগুড়ির রতন শীলের। ঘটনাটি ঘটেছে কলকাতার খাস এসএসকেএম হাসপাতালে।

উল্লেখ্য,তার দেহ নিতে অস্বীকার করেছে পরিবার। পাশাপাশি তাঁরা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি করেছেন।
প্রায় ২৬ ঘণ্টার টানাপোড়েনের পর, গত ২৭ জানুয়ারি সকাল আটটায় দুর্ঘটনাগ্রস্ত রোগী রতন শীলকে ভর্তি নেওয়া হয়। তাঁকে ভর্তি নেওয়া হয়েছিল মেডিসিন বিভাগে। সমস্যা অর্থোপেডিকের। অভিযোগ, ২৭ থেকে ১ তারিখ কার্যত বিনা চিকিৎসায় পড়ে ছিলেন রতনবাবু।

এদিকে চিকিৎসকরা আগেই বলে দিয়েছিলেন, অর্থোপেডিকে না নিয়ে গেলে তিনি খুব তাড়াতাড়ি বিকলাঙ্গ হয়ে পড়বেন। এ দিকে অর্থোপেডিক বিভাগের তরফে জানিয়ে দেওয়া হয়, তাদের বিভাগে একটিও বেড খালি নেই।
এখন প্রশ্ন, অর্থোপেডিকের সমস্যা নিয়ে কেন একজন রোগীকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হল। পেলভিসের এবং হার্টক্যাগ ভাঙার পাশাপাশি তাঁর আনুসাঙ্গিক সমস্যা থাকলেও তাঁকে ট্রমা কেয়ারে না রেখে মেডিসিন বিভাগে ফেলে রাখা হল কেন? এ প্রসঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের কোনও বক্তব্য মেলেনি।

আরও পড়ুনঃ পোলিও নয়, ১২ জন শিশুকে খাওয়ানো হল স্যানিটাইজার

জানা গেছে, গত ২৫শে জানুয়ারি পথ দুর্ঘটনায় গুরুতর আহত হন শিলিগুড়ির বাসিন্দা রতন শীল। ভর্তি হন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। কিন্তু পায়ের গুরুতর আঘাতের সঠিক চিকিৎসা মেলেনি সেখানে। অতঃপর তাঁকে রেফার করা হয় এসএসকেএম-এ। পরিবার সূত্রে খবর, উত্তরবঙ্গ থেকে এসএসকেএমে এসে প্রথমে ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে যাওয়া হয়েছিল তাকে।

তখনই ট্রমা কেয়ার এমারজেন্সিতে নিয়ে যেতে বলে। এমারজেন্সি থেকেও ফিরিয়ে দেওয়া হয়। এরপরই ছুটোছুটি শুরু করেন রোগীর পরিবার। কিন্তু সেখানে ভর্তি নেওয়া হয় না। শুরু হয় টানাপোড়েন।
রোগীকে নিয়ে যাওয়া হয় আরজিকরে। সেখান থেকে নিয়ে যাওয়া হয় এনআরএসে। সেখানেও ফিরিয়ে দেওয়া হয় রোগীকে।

আরও পড়ুনঃ গোরেগাঁওয়ে স্টুডিওয়তে অগ্নিকাণ্ড

তারপর আবার এসএসকেএম-এ রোগীকে নিয়ে আসেন রোগীর পরিবার। সেখানে ২৬শে জানুয়ারি কনকনে ঠান্ডায় ঠাঁয় সারারাত রোগীকে নিয়ে ঠান্ডার মধ্যে হাসপাতালের বাইরে বসে থাকে পরিবার।
প্রায় ২৬ ঘন্টা অতিক্রান্ত হওয়ার পর তড়িঘড়ি রোগীকে ভর্তি করা হয়। কিন্তু তাতেও লাভ হল না। বিনা চিকিৎসায় পড়ে রইল রোগী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here