মাদ্রাসা বোর্ডের ফল প্রকাশ পাশের হার উর্দ্ধমুখী

0
259

আনিসুর রহমান,কলকাতাঃ

হাই মাদ্রাসা,আলিম ও ফাজিল এই তিন পরীক্ষার ফল প্রকাশ করল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন। এই বছর হাই মাদ্রাসা পরীক্ষায় পাশের হার গত বছরের থেকে ৩.৬৪ শতাংশ বড়েছে। এবছর হাই মাদ্রাসায় পাশের হার ৮২.০৪ শতাংশ। আলিম পরীক্ষায় পাশের হার ৮২.৬৭ শতাংশ এবং ফাজিলে পাশের পাশের ৮৬.৮৮ শতাংশ।এবছর হাই মাদ্রাসা পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫২ হাজার ৫০২ জন,যার মধ্যে ছাত্রীর সংখ্যা ছিল ৩৬ হাজার ৫৬৫ জন আর ছাত্র ছিল ১৫ হাজার ৯৩৭ জন।
হাই মাদ্রাসায় প্রথম দশ জনের মেধা তালিকায় জায়গা করে নিয়েছে মোট চোদ্দজন পরীক্ষার্থী।প্রথম হয়েছে মুর্শিদাবাদ জেলার পমাইপুর হাই মাদ্রাসার ছাত্র তৌফিক আনোয়ার।এবছর প্রথম দশের তালিকায় মুর্শিদাবাদের পাঁচ পরীক্ষার্থী জায়গা দখল করে নিয়েছে।তৌফিক বাদে তৃতীয় সপ্তম অষ্টম ও দশম স্থানাধিকারীরা এই জেলার ছাত্র।মেয়েদের মধ্যে প্রথম হয়েছে মালদহের অচিনতলা হাই মাদ্রাসার ছাত্রী মুসকান খাতুন। সেরা দশ মেধা তালিকায় মুসকানের স্থান দ্বিতীয়।

রাজ‍্যে দ্বিতীয় ও মেয়েদের মধ্যে প্রথম মুসকান আজ হাওড়া স্টেশনে ট্রেন ধরার জন্য অপেক্ষারত

আলিমের সেরা দশের মেধা তালিকায় এগারোজন এবং ফাজিলে চোদ্দজন ছাত্রছাত্রী স্থানাধিকার করেছে। আলিমে প্রথম স্হান অধিকার করেছে ফুরফুরা ফাতেহিয়া সিনিয়র মাদ্রাসার আবু বাক্কার(৮৪০)। অপরপক্ষে ফাজিল পরীক্ষায় রাজ‍্যে প্রথম স্থান অধিকার করেছে উঃ চব্বিশ পরগনার আমডাঙ্গা হামিদিয়া সিনিয়র মাদ্রাসার নাজমুস সাদাত, তাঁর প্রাপ্ত নম্বর৫৫৭।

পাশের হারের জেলা হিসাবে এগিয়ে আছে পূর্ব মেদিনীপুর এই জেলায় পাশের হার ৯৪.৮৮ শতাংশ দ্বিতীয় স্থানে আছে কলকাতা এবং তৃতীয় স্থানে আছে উত্তর চব্বিশ পরগনা।এদিন পরীক্ষার ফল ঘোষনা করে মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি আবু তাহের কামারুদ্দিন জানান যে,গত বছরের তুলনায় এবছর পরীক্ষার্থীর সংখ্যা ৪০৭ জন বেড়েছে অর্থাৎ বৃদ্ধির হার. ৬৩%।

উল্লেখ‍্য, মাদ্রাসা শিক্ষা পর্ষদ সভাপতি আবু তাহের কামারুদ্দিন দাবি করেন যে প্রত‍্যন্ত গ্ৰাম‍্য এলাকার মুসলিমদের পাশাপাশি হিন্দু, এসসি ও এসটি ছাত্র-ছাত্রীদের মাদ্রাসায় পড়াশোনায় আগ্ৰহ বাড়ছে।এবছর এসসি, এসটি ,উর্দু ও হিন্দু পরীক্ষার্থী ছিল প্রায় পাঁচ হাজার জন।

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here