সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

ধর্ষণের অপবাদ দেওয়ায় আত্মঘাতী যুবক।এক মহিলার বাড়ির গাছ থেকে পেঁপে তুলেছিলেন তিনি।তা দেখতে পেয়েই গোপাল সর্দারকে (৪২) ধর্ষনের অভিযোগ এনে পুলিশকে জানিয়ে জেল খাটানোর হুমকি দেন লক্ষ্মী সর্দার নামের মহিলা।এই অপমান সহ্য করতে না পেরে বাড়িতে গিয়ে বিষ খেয়ে আত্মঘাতী হন গোপাল।এই ঘটনা জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়ায়।

ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা এলাকার চম্পাহাটিতে।অভিযুক্ত মহিলার বাড়ি চড়াও হয় এলাকার বাসিন্দারা।অভিযুক্তের বাড়ির সামনেই দেহ রেখে ক্ষতিপুরণের দাবীতে বিক্ষোভ চালায় স্থানীয়রা।অভিযুক্ত মহিলাকে ঘরে আটকে রাখা হয়।খবর পেয়ে ঘটনাস্থলে যায় বারুইপুর থানার পুলিশ।
আরও পড়ুনঃ নাবালিকা গৃহবধূ খুনের অভিযোগ শ্বশুরবাড়ির লোকের বিরুদ্ধে


পুলিশ এলাকার বাসিন্দাদের বোঝানোর চেষ্টা করলে পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে তারা।বিক্ষোভ দেখায় এবং পুলিশকে ফিরে যেতে বলেন তারা।খবর পেয়ে সেখানে যান দক্ষিন চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য স্থানীয় তৃণমূল নেতা জয়ন্ত ভদ্র। আলোচনার মাধ্যমে অভিযুক্ত মহিলা লক্ষ্মী সর্দারের কিছুটা জায়গা গোপালের পরিবারকে দেওয়া হবে এমন প্রতিশ্রুতি দিলে বিক্ষোভ ওঠে।পুলিশ অভিযুক্ত লক্ষ্মী সর্দার কে উদ্ধার করে নিয়ে যায়।তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584