শিশু শিক্ষা কেন্দ্রে মদ জুয়ার আসর,বিক্ষোভের মুখে শিক্ষিকারা

0
108

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

the place of drunk in the school
নিজস্ব চিত্র

শিক্ষাঙ্গনের মধ্যে জুয়ার আসর।প্রতিবাদে বিক্ষোভ দেখালো স্থানীয়রা।বিদ্যালয়ের শিক্ষিকা কে ঘিরে এদিন বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয়রা।ঘটনা পশ্চিম মেদিনীপুরের দাঁতন ১ ব্লকের ৪নং শালিকোঠা গ্রাম পঞ্চায়েতের একামলিপুর গ্রামে।

the place of drunk in the school
নিজস্ব চিত্র
the place of drunk in the school
জ্যোৎস্না দাস,স্থানীয় পঞ্চায়েত সদস্যা।নিজস্ব চিত্র

বিদ্যালয় গরমের অবকাশে বন্ধ ছিল বেশ কয়েকদিন।তারপরেও বিদ্যালয় খোলার পর দু দিন অতিবাহিত হলে বিদ্যালয় স্টক রুমে সাজিয়ে রাখা খালি মদের বোতল এবং তাস নজরে আসেনি শিক্ষিকাদের।ঘটনা একামলিপুর শিশু শিক্ষা কেন্দ্রের।

আরও পড়ুনঃ মদ্যপ বিজেপি কর্মীদের তান্ডবের অভিযোগে একবেলা ব্যবসা বন্ধ রেখে প্রতিবাদ

the place of drunk in the school
উদ্ধার ফাঁকা মদের বোতল তাস।নিজস্ব চিত্র
the place of drunk in the school
শিক্ষা কেন্দ্রে বিক্ষোভ স্থানীয়দের।নিজস্ব চিত্র

গ্রামবাসীর অভিযোগ বিদ্যালয়ের স্টক রুমে চাল রাখার পরিবর্তে অবৈধভাবে বিনা নোটিশে ভাড়া দেয়া হয়েছিল।যদিও এই অভিযোগ মানতে চাননি বিদ্যালয় শিক্ষিকারা।তাদের দাবি লোকসভা ভোটের কারণে পুলিশ থাকার জন্য এবং ইঁদুরের উৎপাতে ওই বিদ্যালয়ের মিড ডে মিলের চাল কে রাখা হয়েছে ক্লাস রুমের মধ্যেই।

তবে বিভিন্ন ক্ষেত্রে অসংগতি ধরা পড়েছে শিক্ষিকাদের মুখে। শিক্ষিকাদের দাবি স্থানীয় তৃণমূল নেতা কানু রাউল এর কাছে চাবি থাকত,ছুটির দিনে কি হয়েছে তিনিই জানেন।তবে কানু রাউল এর স্পষ্ট দাবি তার কাছে কোনো চাবি ছিল না।

বিদ্যালয়ের শিক্ষিকারা ছুটির পর প্রথম দিন এসে বিদ্যালয় খোলেন।গ্রামবাসীরা এর ন্যায় বিচার এবং অভিযুক্তদের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন।শিশু শিক্ষা কেন্দ্রের মধ্যে মদ এবং জুয়ার আসর এই নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে শিক্ষা মহলে।

গ্রামবাসী এবং অভিভাবকেরা দাঁতন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককে এই ঘটনা জানান।ঘটনাস্থলে আসেন দাঁতন ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অনিরুদ্ধ দাস এর প্রতিনিধি।ধমক ও দেন শিক্ষকাদের।তবে শিক্ষাঙ্গনে এরূপ অপকর্মকে ঘিরে প্রতিবাদে সোচ্চার হয়েছেন স্থানীয় শিক্ষিত মহল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here