নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
পদুচেরি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে সমাবর্তন অনুষ্ঠানে যোগ না দিতে দেওয়ার অভিযোগ উঠল। জানা গিয়েছে, সোমবার পদুচেরি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে সাংবাদিকতা বিভাগের ছাত্রী রবিনা অ্যাবডারহিম সিএএ-র প্রতিবাদে স্বর্ণপদক নিতে অরাজি হন।
এর ফলস্বরূপ তাঁকে সমাবর্তন অনুষ্ঠান থেকে বেরিয়ে যেতে বলা হয়। একটি জাতীয় গণমাধ্যমকে ওই ছাত্রী জানান, তাঁকে এক সিনিয়র পুলিশ আধিকারিক সমাবর্তনের ঠিক আগে প্রেক্ষাগৃহ ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেন।
ভিডিও সৌজন্যঃ রবিনা অ্যাবডারহিম
আরও পড়ুনঃ ‘কেন মুসলিমদেরও অন্তর্ভুক্ত করা হল না?’ সিএএ নিয়ে প্রশ্ন নেতাজি পৌত্রর
সোমবার ওই অনুষ্ঠানের মুখ্য অতিথি ছিলেন স্বয়ং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতি অনুষ্ঠান মঞ্চ ছেড়ে চলে যাওয়ার পর রবিনাকে প্রেক্ষাগৃহে ঢোকার অনুমতি দেওয়া হয়। সেই সময় পড়ুয়াদের শংসাপত্র ও স্বর্ণপদক দেওয়া হচ্ছিল। রবিনা জানিয়েছেন, ঠিক কী কারণে তাঁকে প্রেক্ষাগৃহ ছেড়ে যেতে বলা হয়, তা জানেন না তিনি।
তিনি আরও জানান, শংসাপত্র নিলেও স্বর্ণপদক নিতে অস্বীকার করেছেন তিনি। নাগরিকত্ব আইনের প্রতিবাদে বাকি পড়ুয়াদের সঙ্গে একাত্মতা প্রদর্শনের জন্যই তিনি পদক নিতে চাননি। এ দিন ওই বিশ্ববিদ্যালয়ের ২৭ তম সমাবর্তন অনুষ্ঠানে বহু শিক্ষার্থী সিএএ-র প্রতিবাদে মুখর হয়েছিলেন। চত্বর জুড়ে ছিল কড়া নিরাপত্তা।
সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা সমাবর্তন অনুষ্ঠানে সিএএ-র প্রতিবাদে সরব হয়েছেন। এ দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্রী দেবষ্মিতা চৌধুরীও প্রতিবাদের স্বরূপ সমাবর্তন মঞ্চে উঠে সিএএ-র প্রতিলিপি ছিঁড়ে ফেলেছেন এবং উচ্চগ্রামে চেঁচিয়ে বলেছেন, “হাম কাগজ নেহি দিখায়েঙ্গে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584