সিমা পুরকাইত, দক্ষিন ২৪ পরগনাঃ
পুজো এসেছে, চারিদিকে আনন্দ ধারা বয়ে চলেছে। কিন্তু এই আনন্দের আলোর নীচে আছে অন্ধকার। উদয় অস্ত পরিশ্রম করে যে মৃৎশিল্পীরা প্রতিমা নির্মান করছে তাদের পরিবার আজও কাটায় আর্থিক অনটনে। এই বছর পুজোর ঠিক আগেই আবহাওয়ার কারনে যে টুকু লাভের মুখ প্রতিমা শিল্পীরা দেখেন সেখানেও টান পড়েছে।
ডায়মন্ড হারবার ২নং ব্লকের গোয়ানারা গোবিন্দপুরে এখানে গিয়ে দেখা গেল দিন রাত এক করে চলছে শেষ মুর্হূর্তের প্রতিমা নির্মান। কারো হাতে কাদা কারো হাতে রঙ, কেউ ব্যস্ত অন্য কাজে। রাত দিন এক করে চলছে প্রতিমা নির্মান।
প্রতিমা শিল্পী স্বপ্না চিত্রকর জানান, বৃষ্টির জন্য এই বছর কাজের জন্য পরিশ্রম হচ্ছে। অপর এক মৃৎশিল্পী পশুপতি চিত্রকর জানান যে, দিন ৫০০ টাকা করে রোজ পান, রাতে ঘুমানোরও তেমন ফুরসৎ পান না।
তিনি এও জানান যে, পুজোর নতুন পোষাক এখনও কেনা হয়নি। পুজোয় প্রতিমা দর্শনেও বেরানো হয় না। কারন দুর্গা প্রতিমার পর কালী প্রতিমা নির্মানের কাজ শুরু হয়। তাই তেমন ভাবে পুজোয় ঘুরতে বেরোনো হয় না।
আরও পড়ুনঃ কুমারটুলি থেকে মন্ডপের পথে দেবী দুর্গা
যাঁদের পরিশ্রমে নির্মিত প্রতিমা এই অনন্দে আয়োজনে তাদের অঙ্গে ওঠে না নতুন পোষাক হয় না বেরানো।
এই বিষয়ে ডায়মন্ড হারবার ২নং ব্লক তৃণমুল কংগ্রেস সভাপতি অরুময় গায়েন নিউজফ্রন্ট প্রতিনিধিকে জানান যে, শিল্পীদের যে যন্ত্রনা ছিল বর্তমান সরকারের সময়ে অনেক মুক্ত হয়েছে আগামী দিনে আরও সবচ্ছল হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584