চোপড়ায় রক্তদান ও স্বাস্থ্য শিবিরের আয়োজন

0
48

পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

the preparation of blood donation and health check up
নিজস্ব চিত্র

১১০ ইউনিট রক্ত সংগ্রহ করে নজির গড়লেন চোপড়ার লিমরা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি সদস্যরা।লিমরা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ও ইসলামপুর মহকুমা হাসপাতালের সহযোগিতায় শনিবার চোপড়ার কলেজ পাড়ায় একটি বিশাল স্বেচ্ছায় রক্তদান শিবির,স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্য সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে।

the preparation of blood donation and health check up
লিমরা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক তমিজুল হক।নিজস্ব চিত্র

লিমরা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক তমিজুল হক জানিয়েছেন, “চোপড়া থানার গ্রাম্য এলাকার সাধারন মানুষের মধ্যে রক্তদান ও স্বাস্থ পরীক্ষা শিবিরের সচেতনতা বারাতেই প্রতিবছর আমরা এই রক্তদান,বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করে থাকি।

আরও পড়ুনঃ বিবেকানন্দ ক্লাবের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির

the preparation of blood donation and health check up
রৌশনারা বিবি,রক্তদাতা। নিজস্ব চিত্র

আজকে চোপড়ার কলেজ পাড়ায় লিমরা ইনস্টিটিউট স্কুল প্রাঙ্গনে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়।ইসলামপুর মহকুমা হাসপাতালের রক্ত সংকট মেটাতে আমাদের এই কর্মসূচি। আজকের এই রক্তদান শিবিরে চোপড়া থানার বিভিন্ন গ্রামের যুবক যুবতীরা রক্ত দান করেছেন।মোট ১১০ ইউনিট রক্ত সংগ্রহ করতে পেরেছি।”
আজকের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সোসাইটির সম্পাদক তমিজুল হক, সভাপতি মহঃ ফায়াজ,মনসুর আলম,সাহেদ আলম, চোপড়া গ্রামপঞ্চায়েতের প্রাক্তন প্রধান হানিফ সহ অন্যান্যরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here