নিজস্ব সংবাদদাতা,মালদহঃ
দীর্ঘদিন ধরেই মালদহ জেলার ব্লাড ব্যাঙ্কে চলছে রক্ত সংকট। এই রক্ত সংকটের চাহিদা মেটানোর জন্য কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসলো পুরাতন মালদার,সম্পূর্ণ মহিলা পরিচালিত একটি স্বেচ্ছাসেবী সংস্থা “উদীচী “।ভারত স্কাউটস এন্ড গাইড এর সহযোগিতায় মালদার এই স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে পুরাতন মালদার মঙ্গলবাড়ির বর্ণপরিচয় নার্সারি স্কুলে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।এই রক্তদান শিবিরে তিন মহিলা সহ ৬৭ জন রক্তদাতা রক্ত দান করেন।
এদিনের এই রক্তদান শিবিরে এলাকার যুবকেরা স্বেচ্ছায় লাইন দিয়ে রক্ত দান করতে এগিয়ে আসে।এই মহিলা পরিচালিত স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি পিয়ালি ঘোষাল জানান বর্তমানে মেডিকেল কলেজে ব্লাড ব্যাংকের অবস্থা খুবই খারাপ, মুমূর্ষু রোগীকে রক্ত দিতে পারছে না।
আরও পড়ুনঃ স্কুলে রক্তদান শিবিরের আয়োজন
বর্তমানে নির্বাচন চলাই কোন রাজনৈতিক দল এই রক্তদান শিবির করতে পারছে না ফলে আরো রক্তের হাহাকার দেখা দিয়েছে।তাই তারা এই মহৎ কাজে এসেছেন।এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন চিকিৎসক ডক্টর ডি সরকার এবং পুরাতন মালদহ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর সৌমেন সরকার সহ এই সংস্থার মহিলা সদস্যরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584