উদীচী’র পরিচালনায় রক্তদান শিবিরের আয়োজন

0
72

নিজস্ব সংবাদদাতা,মালদহঃ

the preparation of blood donation camp
নিজস্ব চিত্র

দীর্ঘদিন ধরেই মালদহ জেলার ব্লাড ব্যাঙ্কে চলছে রক্ত সংকট। এই রক্ত সংকটের চাহিদা মেটানোর জন্য কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসলো পুরাতন মালদার,সম্পূর্ণ মহিলা পরিচালিত একটি স্বেচ্ছাসেবী সংস্থা “উদীচী “।ভারত স্কাউটস এন্ড গাইড এর সহযোগিতায় মালদার এই স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে পুরাতন মালদার মঙ্গলবাড়ির বর্ণপরিচয় নার্সারি স্কুলে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।এই রক্তদান শিবিরে তিন মহিলা সহ ৬৭ জন রক্তদাতা রক্ত দান করেন।

the preparation of blood donation camp
রক্তদাতাদের লাইন । নিজস্ব চিত্র

এদিনের এই রক্তদান শিবিরে এলাকার যুবকেরা স্বেচ্ছায় লাইন দিয়ে রক্ত দান করতে এগিয়ে আসে।এই মহিলা পরিচালিত স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি পিয়ালি ঘোষাল জানান বর্তমানে মেডিকেল কলেজে ব্লাড ব্যাংকের অবস্থা খুবই খারাপ, মুমূর্ষু রোগীকে রক্ত দিতে পারছে না।

আরও পড়ুনঃ স্কুলে রক্তদান শিবিরের আয়োজন

বর্তমানে নির্বাচন চলাই কোন রাজনৈতিক দল এই রক্তদান শিবির করতে পারছে না ফলে আরো রক্তের হাহাকার দেখা দিয়েছে।তাই তারা এই মহৎ কাজে এসেছেন।এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন চিকিৎসক ডক্টর ডি সরকার এবং পুরাতন মালদহ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর সৌমেন সরকার সহ এই সংস্থার মহিলা সদস্যরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here