শ্যামল রায়,কালনাঃ
কালনা মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্ত সংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল কালনা সুপার স্পেশালিস্ট হাসপাতালে।পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির কালনা মহকুমা শাখার উদ্যোগে এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন মন্ত্রী স্বপন দেবনাথ। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির জেলা সভাপতি তপন পোড়েল, জেলার সাধারণ সম্পাদক মোঃ আবু বক্কর,জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ দেবাশীষ নাগ, হাসপাতাল সুপার কৃষ্ণচন্দ্র বড়াই প্রমূখ।
উদ্বোধক মন্ত্রী স্বপন দেবনাথ জানান যে, লোকসভা নির্বাচনের কারণে রক্তদান শিবির অনেক সময় করা সম্ভব হয়ে ওঠেনি তাই রক্ত সংকট মেটাতে ফের শুরু হয়ে গিয়েছে রক্তদান শিবিরের।
আরও পড়ুনঃ উদীচী’র পরিচালনায় রক্তদান শিবিরের আয়োজন
তিনি উল্লেখ করেছেন যে তাঁর বিধানসভা এলাকার বিদ্যানগর কালিতলাতেও গতকাল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছিল এছাড়াও আগামীকাল শ্রীরামপুর গ্রামে সর্বজয়া সংঘের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হবে।
অর্থাৎ গরমে যাতে ব্লাড ব্যাংক এ রক্তের সমস্যা না হয় তার জন্যই এই ধরনের রক্তদান শিবিরের আয়োজন চলছে।এদিন ১৫ জন মহিলা সহ মোট ৫৩ জন স্বেচ্ছায় রক্তদান করেন।
হাসপাতাল সুপার কৃষ্ণচন্দ্র বড়াই জানিয়েছেন যে,রক্ত সংকট অনেকটাই কাটিয়ে ওঠা গেছে এখন প্রায় রক্তদান শিবির চলছে বিভিন্ন স্থানে তাই আর কোন সমস্যা তৈরি হবে না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584