কালিয়াগঞ্জে বসন্ত উৎসবের প্রস্তুতি সভা

0
105

তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ

The preparation of color festival
নিজস্ব চিত্র

আগামী কাল বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরে কালিয়াগঞ্জ বসন্ত উৎসব কমিটির পরিচালনায় ও কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাবের সার্বিক সহযোগিতায় অষ্টম বর্ষ বসন্ত উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে।এই উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় কালিয়াগঞ্জ শহরের মনমোহন উচ্চ বালিকা বিদ্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করে শোভাযাত্রাটি কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ে গিয়ে পৌঁছাবে।

The preparation of color festival
নিজস্ব চিত্র

বর্ণাঢ্য শোভাযাত্রায় থাকবে সুসজ্জিত ট্যাবলো, কালিয়াগঞ্জ শহরের বিভিন্ন সঙ্গীত ও নৃত্য বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নৃত্য ও সঙ্গীতের মাধ্যমে রঙ বেরঙের আবির সহযোগে পথ পরিক্রমা করা হবে।এরপর পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক মঞ্চে চলবে বর্ণময় নৃত্য ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।বসন্ত উৎসব কমিটির যুগ্ম আহ্বায়ক অরুন বোস ও সুদীপ ভট্টাচার্য্য জানান তাদের বসন্ত উৎসব অত্যন্ত সুন্দর পরিবেশের মধ্য দিয়ে এবার অষ্টমবর্ষে পদার্পণ করতে চলেছে কালিয়াগঞ্জের আপামর মানুষের সার্বিক সহ যোগীতায়।

আরও পড়ুনঃ বিধাননগরে বসন্ত উৎসব উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

The preparation of color festival
নিজস্ব চিত্র

আশা করবো এবারের বসন্ত উৎসব অত্যন্ত বাসন্তিক পরিবেশের মধ্য দিয়েই আমরা করতে পারবো।সাধারণ মানুষের কাছে আবেদন করবো আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রা যেন কালিয়াগঞ্জের দীর্ঘদিনের সুনাম অক্ষুন্ন থাকে।উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অংশগ্রহনকারী সমস্ত সংগীত বিদ্যালয় ও নৃত্য বিদ্যালযের সাথে কালিয়াগঞ্জের বেশ কিছু সমাজসেবসমূলক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হবে বলে জানা যায়।বসন্ত উৎসবকে কেন্দ্র করে কালিয়াগঞ্জ পুলিশ প্রশাসন ও যথেষ্ট তৎপর বলে জানা যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here