নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
ক্রমশ বিলুপ্ত হয়ে যাচ্ছে আদিবাসীদের সরনা ধর্ম।সেই ধর্ম প্রচার প্রসারের উদ্দেশ্য শুক্রবার রাজী পারহা সরনা প্রার্থনা সভা পক্ষ থেকে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকে পূর্ব সাঁতালি এলাকায় প্রার্থনা সভা আয়োজন করা হয়।এদিন সংশ্লিষ্ট সভায় উপস্থিত ছিলেন, রাষ্ট্রীয় সরনা ধর্মগুরু বন্ধন টিগ্গা ।পাশাপাশি আজকের এই প্রার্থনা সভায় ডুয়ার্সের বিভিন্ন প্রান্ত থেকে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরাও উপস্থিত ছিলেন ।
আরও পড়ুনঃ তৃণমূল প্রার্থীর সমর্থনে জনসভা
রাষ্ট্রীয় সরনা ধর্মগুরু বন্ধন টিগ্গা জানান, “যে আমাদের আদিবাসীদের ধর্ম সারনা ধর্ম আর এখন আদিবাসী মধ্যে কেউ খ্রীষ্টান কেউ হিন্দু ।আসলে আমরা আদিবাসীরা সরনা ধর্ম আমরা মূর্তি পূজায় বিশ্বাসী না আমরা প্রকৃতি পূজা করি।তিনি জানান সরনা ধর্ম প্রচারের উদ্দেশ্যে আমরা পুরো ভারতবর্ষে প্রচার করে যাচ্ছি।”
তিনি আরো জানান আগে জনগণনায় আদিবাসী দের জন্য আলাদা কলম ছিল কিন্ত এখন আলাদা কলম নেই আমাদের দাবি ২০২১ জণগণনয় আদিবাসী দের জন্য আলদা কলম রাখা হোক ।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584