শিবশংকর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ
কৃষি প্রধান জেলা দক্ষিণ দিনাজপুর।এই জেলার কৃষির উন্নয়নে জেলা কৃষি দপ্তর সর্বদা সচেষ্ট।আগে অন্যান্য জেলা থেকে বীজ শষ্য এই জেলায় আমদানি করতে হলেও জেলা কৃষি দপ্তরের সহযোগিতায় বিভিন্ন বীজ উৎপাদনকারী সংস্থা প্রচুর পরিমাণে উন্নত মানের বীজ উৎপাদন করে এই জেলাকে সাবলম্বী করছে।এই জেলা এখন অন্যান্য জেলাতেও বীজ সরবরাহ করতে সক্ষম।
তাই এই জেলার কৃষকরা যাতে আরো উন্নত মানের বীজ উৎপাদন করতে সক্ষম হয়।এবার জেলা কৃষি দপ্তরের সহযোগিতায় জেলার কৃষকদের উন্নত মানের বীজ তৈরী পাঠ দিতে শ্যামা মা সীড ফার্ম আজ এক আলোচনা চক্রের আয়োজন করেছিলো।দক্ষিণ দিনাজপুর জেলার কদমতলীতে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ রেঞ্জের যুগ্ম কৃষি আধিকর্তা বাপা মোহন রাজা রেড্ডি,দক্ষিণ দিনাজপুর জেলার কৃষি আধিকারিক জ্যোতির্ময় বিশ্বাস,বালুরঘাট ব্লক কৃষি আধিকারিক পার্থ মুখার্জী সহ বিশিষ্টজনেরা।
আরও পড়ুনঃ গ্রীনহাউস এফেক্টে অভিনব বীজতলা পথ দেখাচ্ছে স্বনির্ভরতার
এই অনুষ্ঠানে প্রায় ৫০০ জন কৃষক অংশ করেন।এই অনুষ্ঠানে কৃষক বন্ধুরা যাতে আগামী দিনে আরও উন্নত মানের বীজ তৈরীতে উৎসাহিত হয় সেই কারনে গত বছরে যে সব কৃষক ভালমানের বীজ উৎপাদন সক্ষম হয়েছিলেন তাদের মধ্যে থেকে সেরা পাঁচজনকে পুরস্কৃত করা হয়।জেলায় উন্নত মানের বীজ উৎপাদন করতে জেলা কৃষি দপ্তর ও শ্যামা মা সীড ফার্মের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে জেলার বিভিন্ন স্তরের কৃষকবন্ধুরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584