আজহার হোসাইন, কাশ্মীর:
প্রথমে অমরনাথ যাত্রা ২০২০ বাতিল করে প্রেসনোট জারি, পরে আবার সেই প্রেস নোট প্রত্যাহার। তারপর জম্মু-কাশ্মীর রাজভবনের ঘোষণা ভবিষ্যৎ করোনা পরিস্থিতি বিচার করে তারপর অমরনাথ যাত্রার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
Once again proving the point that these days nothing to do with J&K actually gets decided in J&K. https://t.co/GkFNucpWIa
— Omar Abdullah (@OmarAbdullah) April 22, 2020
কয়েক ঘন্টা আগেই অমরনাথ যাত্রা ২০২০ বাতিল করে এক প্রেস নোট জারি করা হয় জম্মু-কাশ্মীর রাজভবন এর তরফ থেকে। সেই প্রেসনোটে বলা হয় করোনা প্রাদুর্ভাবের কথা ভেবে অমরনাথ যাত্রা ২০২০ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হল। তাতে আরও বলা হয় ‘শ্রী অমরনাথজি সিরিন বোর্ড’ তাদের ৩৮ তম মিটিংয়ে সুরক্ষা, চিকিৎসা সুবিধা সহ বিভিন্ন কঠিন পরিস্থিতির কথা ভেবে এবারের অমরনাথ যাত্রা বাতিল ঘোষণা করল।
আরও পড়ুন:বিগ ব্রেকিং: অমরনাথ যাত্রা ২০২০ বাতিল
কিন্তু বাতিল ঘোষণার পরপরই সেই প্রেস নোট প্রত্যাহার করে নেওয়ায় সোশ্যাল মিডিয়ায় পর্যন্ত হইচই শুরু হয়ে যায়। এই সিদ্ধান্তহীনতাকে একহাত নিয়ে টুইট করেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ।
(ফিচার ছবি সৌজন্যে: টাইমস অফ ইন্ডিয়া)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584