ওয়েবডেস্ক,নিউজফ্রন্টঃ
প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর হেলিকপ্টার তল্লাশি করায় কর্নাটকের আই এ এস অফিসার মোহাম্মদ মহসীনকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন।
ওই আইএএস অফিসারের বিরুদ্ধে অভিযোগ তিনি স্পেশাল প্রটেকশনে থাকা ব্যক্তিদের সাথে ব্যবহারবিধির স্পষ্ট উল্লেখ থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রীর মতো উল্লেখযোগ্য দেশ শাসকের হেলিকপ্টার তল্লাশি করেছেন যা প্রটোকল বিরোধী।তাই তাকে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন।
উল্লেখ্য, গত মঙ্গলবার উড়িষ্যা সম্বলপুরে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী নির্বাচনী প্রচারে গেলে তার হেলিকপ্টারের কাগজপত্র পরীক্ষা করেন উড়িষ্যার সম্বলপুর জেলায় নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে দায়িত্বে থাকা আই এ এস অফিসার মহম্মদ মহসীন।আর যার জেরে সভায় পৌঁছাতে প্রধানমন্ত্রীর ২০ মিনিট দেরি হয়েছে বলে সূত্রের খবর।
প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হেলিকপ্টারে চড়ে চিত্রদুর্গে বিজেপির হয়ে নির্বাচনী প্রচারে আসেন । ঐদিনের প্রধানমন্ত্রীর হেলিকপ্টার নিয়ে একটি ভিডিও প্রকাশ করে কংগ্রেস অভিযোগ তোলে যে একটি কালো বাক্স প্রধানমন্ত্রীর কপ্টার থেকে নামিয়ে একটি টয়োটা ইনোভা গাড়িতে তুলে দেওয়া হয় এবং গাড়িটি দ্রুত গতিতে ওই স্থান ত্যাগ করে।কংগ্রেস দাবি তোলে রহস্যজনক ওই কালো বাক্সতে ঠিক কি রয়েছে তার উপযুক্ত তদন্ত করুক নির্বাচন কমিশন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584