মনিরুল হক, কোচবিহারঃ
প্রধানমন্ত্রীর ময়নাগুড়ির সভা সফল করার লক্ষ্যে কোচবিহারে পদযাত্রা করল বিজেপি তপশিলি মোর্চা। আজ কোচবিহার শহরের পঞ্চরঙ্গী মোড় এলাকার দলীয় কার্যালয় থেকে ওই পদযাত্রা বের করে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী করতে যজ্ঞের আয়োজন
ওই সংগঠনের রাজ্য সভাপতি অরুন হালদার বলেন,“কোচবিহার জেলায় তপশিলি সম্প্রদায় ভুক্ত মানুষের বসবাস বেশী। আমাদের তপশিলিদের জন্য প্রধান মন্ত্রী ব্রেন্দ্র মোদী বেশ কিছু কাজ করেছেন। ময়নাগুড়ির সভায় আমরা তাঁর কাছ থেকে সেই উন্নয়নের কথা জানবো। সেই লক্ষ্যেই এদিনের এই পদযাত্রা।”
পাশপাশি তাঁদের ওই সভায় লোক যাওয়া ঠেকাতে রাজ্যের ক্ষমতাসীন দল যানবাহন আটকে দিয়ে সমস্যা করতে পারে বলে আশঙ্কা করছেন অরুন বাবু। আর তাই যাতে কর্মী সমর্থকরা সভায় যাওয়া নিয়ে কোন বাধার সন্মুখিন না হয়, তার জন্য গোপন স্ট্র্যাটেজি নিয়েছে বলেও জানিয়েছেন তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584