সুদীপ পাল,বর্ধমানঃ
ফের ছাত্র-ছাত্রীদের বিক্ষোভের মুখে পড়ল বর্ধমান বিশ্ববিদ্যালয়।প্রথমত দেরিতে ফলপ্রকাশ হয়েছিল। ফলপ্রকাশ নিয়ে অসন্তোষ ছিল।তার উপর প্রাপ্ত নম্বর নিয়েও সন্তুষ্ট ছিলেন না পড়ুয়ারা।রিভিউ করেছিলেন। কিন্তু সেই রিভিউ রেজাল্ট নিয়েও রয়েছে অনিশ্চয়তা।
ছাত্রছাত্রীদের পক্ষ থেকে দাবী জানানো হয়েছে,প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষায় ব্যাক পাওয়া ছাত্রছাত্রীদের রিভিউ এর খাতা সহানুভূতির সাথে দেখতে হবে।
আরও পড়ুনঃ অবশেষে জয় হলো আন্দোলনকারী ছাত্রছাত্রীদের
রিভিউ এর ফল শীঘ্রই বার করতে হবে।তৃতীয় বর্ষের রেজাল্ট নির্দিষ্ট সময়ের মধ্যে বার করতে হবে।দাবি জানানো হয়,পরীক্ষার ফর্ম ফিলাপের নোটিশ অন্তত ১৫ দিন আগে দিতে হবে এবং পরীক্ষার খাতা যাতে সঠিক ভাবে মূল্যায়ণ হয় তা সুনিশ্চিত করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখানো হলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584