ডেঙ্গু প্রতিরোধে ও পরিচ্ছন্নতার প্রচারে শোভাযাত্রা

0
80

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

নিজস্ব চিত্র

একটা সময় মশা মাছির উপদ্রোপে অতিষ্ট হতেন এলাকাবাসী।কলকাতা লাগোয়া গ্রামপঞ্চায়েত মশা মাছির উপদ্রোব কমাতে সচেষ্ট হয়েছেন অনেকে।

কখনো পঞ্চায়েত মাধ্যমে সচেতন করা কখনো বা ব্লক থেকে সর্তকিকরন করার অনুমতি মেলে।ডেঙ্গু প্রতিরোধের পাশাপাশি জলধরো প্রকল্পের সর্তকিকরনের শোভাযাত্রা করল মগরাহাট দু’নম্বর ব্লকের নৈনান গ্রাম পঞ্চায়েত।

promotion of protest dengue | newsfront.co
খাইরুল হক লস্কর।নিজস্ব চিত্র
promotion of protest dengue | newsfront.co
প্রধান ,উপপ্রধান সহ সচেতনতা শোভাযাত্রা।নিজস্ব চিত্র

শতাধিক স্বনির্ভর গোষ্ঠির মহিলাদের সহযোগে নৈনান গ্রাম পঞ্চায়েত প্রধান বিজন মন্ডল, উপপ্রধান জুলফিকার লস্কর ,মগরাহাট দুনম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহকারি সভাপতি খায়রুল হক লস্কর চাকদায় শোভাযাত্রা করেন।সুন্দরবন লাগোয়া নৈনান গ্রামপঞ্চায়েত।আটটি গ্রামের ত্রিশ হাজার মানুষের বাস এই পঞ্চায়েতে।খেটে খাওয়া মানুষের অভাব অনটন নিত্যসঙ্গী।

আরও পড়ুনঃ ডেঙ্গু নিয়ে প্রচার অভিযান ও সেমিনার

নিজস্ব চিত্র
স্ব-সহায়ক গোষ্ঠীর মহিলা।নিজস্ব চিত্র

স্বাধীনতার পর গ্রামের কিছুটা পরিবর্তন হয়েছে। রাস্তা ঘাট বিদ্যুতায়ন।পানীয় জলের ব্যবস্থা।সব কিছু পেয়েছে ঠিকিই।মিলেছে নিকাশি ব্যবস্থাও। কিন্তু আজও আটটি গ্রামের মানুষের মেলেনি জনঞ্জাল ফেলার ভ্যান।ফলে খাল অথবা পুকুর,ছোট ডোবা বেছে নিতে হয় নোংরা আর্বজনা গুলিকে।

যেখানে জন্মাচ্ছে মশা মাছি। গ্রামে মশামাছি প্রকোপ কমাতে সর্তক হলেন নৈনান গ্রাম পঞ্চায়েত। নিকাশি থেকে ডোবা পুকুরে নোংরা আর্বজনা না ফেলা,জমা জল ধরে না রাখা ,পাশাপাশি গ্রাম পরিচ্ছন্নতা রাখা। গ্রামের মহিলাদের নিয়ে স্বনির্ভর গোষ্টির মহিলার কর্মযজ্ঞের আয়োজন করে।যাতে সুস্থ সমাজ গড়ার পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ গড়া সম্ভব হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here