কাটমানি ফেরত ও সেই টাকায় রাস্তা মেরামতের দাবিতে অবরোধ

0
32

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

নিজস্ব চিত্র

তৃণমূল সুপ্রিমোর নির্দেশ মতো কাটমানি ফেরত দিতে হবে সকল নেতাদের।এই নিয়ে বিভিন্ন জায়গায় চলে বিক্ষোভ।এবার বিগত দিনে বিধায়কের বিরুদ্ধে কাটমানি খাওয়ার অভিযোগ তুলে এবং কাটমানি ফেরত দিয়ে রাস্তা মেরামতের দাবি জানিয়ে দাঁতন থেকে মোহনপুর সোলপাট্টা গামী পথ অবরোধ করে বিজেপি কর্মী ও গ্রামবাসীরা।

the protest about road construction
নিজস্ব চিত্র
the protest about road construction
রাস্তার বেহাল দশা।নিজস্ব চিত্র

ঘটনা পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার অস্থি গ্রামে।প্রসঙ্গত দাঁতন স্টেশন সংলগ্ন চাউলিয়া থেকে দাঁতনের আইকোলা পর্যন্ত দীর্ঘ প্রায় ১০ কিমি রাস্ত‍‍ার কঙ্কালসার অবস্থা।কোথাও কোথাও রয়েছে বড় বড় গর্ত।গ্রামবাসীদের অভিযোগ এই রাস্তা দিয়ে ওড়িশা-মোহনপুরের যোগাযোগ।প্রতিদিন এই র‍াস্তা দিয়ে অনেক গাড়ি ও মানুষের যাতায়াত।

the protest about road construction
নিজস্ব চিত্র
the protest about road construction
স্থানীয় বাসিন্দা।নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ ইলামবাজারে কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল নেতাকে ঘিরে বিক্ষোভ

তবে বিগত বেশ কয়েকটি নির্বাচন থেকে বিধায়ক বিক্রম প্রধান রাস্তা মেরামতি করবে বললেও সমস্ত টাকা সে আত্মসাত করেছে।গ্রামবাসীদের দাবি অবিলম্বে সেই টাকা ফেরত দিতে হবে এবং সেই কাটমানির টাকা মানুষের জন্য রাস্তা মেরামতের কাজে লাগাতে হবে।

এদিনের বিক্ষোভ স্থলে এলাকায় ছিল বিশাল পুলিশ বাহিনী।প্রায় এক ঘন্টা পর এই অবরোধ তুলে নেওয়া হয়।এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।টাকা ফেরত না দিলে ও রাস্তা মেরামত না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনকারীরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here