পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
প্রাইমারী স্কুল ও মন্দিরের পাশে চা ফ্যাক্টরী নির্মাণের বিরোধিতায় উত্তেজনা ছড়ালো। সোমবার গ্রামবাসীরা চা ফ্যাক্টরীর বিরুদ্ধে গ্রাম সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায়।জানা গিয়েছে,চোপড়া থানার মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস কলোনী এলাকায় এক চা ফ্যাক্টরি নির্মাণের জন্য এদিন কাঁচাকালী নিবাসী সুবল ঘোষ ও তাঁর ছেলে সুব্রত ঘোষ’রা জমি জরিপ করতে আসলে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে ব্যবসায়ীরা।
খবর পেয়ে চোপড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশ ঘটনাস্থল থেকে সরতেই ব্যবসায়ীরা ফের জমিতে কাজ শুরু করে বলে অভিযোগ।ফের পুলিশ ঘটনাস্থলে গিয়ে এদিনের কাজ বন্ধ করে দেয়।উল্লেখ্য,কংগ্রেস কলোনীর ওই এলাকায় একটি প্রাইমারী স্কুল ও একটি মন্দির রয়েছে।
আরও পড়ুনঃ বিধায়ককে ঘিরে বিক্ষোভ বিজেপির,উত্তপ্ত খেজুরি
ওই এলাকায় চা ফ্যাক্টরী হলে স্কুলের পাশাপাশি মন্দিরের পরিবেশ নষ্ট হবে বলে অভিযোগ গ্রামবাসীদের।এই অভিযোগে গ্রামবাসীদের তরফে চোপড়ার বিডিও, ইসলামপুরের এসডিও ও উত্তর দিনাজপুরের জেলাশাসককে জানিয়েও কোনও ফল হয়নি। চোপড়া থানার আইসি বিনোদ গজমির বলেন, অভিযোগ না থাকায় কাউকে গ্রেফতার করা হয় নি।তবে গন্ডগোল থাকায় এদিন কাজ বন্ধ রাখতে বলা হয়েছে।এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584