মেচেদা স্টেশনে উন্নয়নের দাবিতে যাত্রীদের অবস্থান বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

0
91

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

নিজস্ব চিত্র

পূর্ব রেলের একটি গুরুত্বপূর্ন রেলওয়ে স্টেশন পূর্ব মেদিনীপুরের মেচেদা স্টেশন।একদিকে জনবসতি,বাসস্ট্যান্ড ও প্লাটফর্মে যাত্রীর ওঠা নামা করতে গেলে একটি মাত্র উঁচু সিড়ি ভেঙ্গে যাতায়াত করতে হয়।বিকলাঙ্গ ও বয়ষ্ক নাগরিকরা কি কষ্টের সঙ্গে জীবন মরন লড়াই করে এই দুর্গমপথ অতিক্রম করতে হয় তা কারোরই অজানা নয়।

নিজস্ব চিত্র

স্বাধীনতার পর অনেকদিন কেটে গেল আমাদের দেশের সরকার,প্রশাসন,নির্বাচিত জনপ্রতিনিধি এমনকি অতিপ্রাচীন ঐতিহ্যবাহী রেল দফতর ও এই সমস্যা সমাধানে বাধামুক্ত অবাধ যাতায়াতের জন্য উদ্যোগী হয়নি।যদি উদ্যোগী হত তাদের অনেক আগেই এই সমস্যার সমাধান হত।

ডেপুটেশন প্রদান।নিজস্ব চিত্র

শুধুমাত্র মেচেদা নয় সারা দেশের অসংখ্য গুরুত্বপূর্ন রেল স্টেশন গুলোতে এই ধরনের সমস্যা বিকলাঙ্গ ও বয়ষ্ক নাগরিকদের কাছে জ্বলন্ত সমস্যা আজ স্বপ্নের রেল ভ্রমন আতঙ্কে পরিনত হয়েছে।

কিন্তু ‘স্বাচ্ছন্দভাবে রেল ভ্রমন সবার অধিকার’ সেই লক্ষ্যে ভারতীয় রেল বিকলাঙ্গ ও বয়ষ্ক নাগরিকদের জন্য রেল ভ্রমনের নানান সুযোগ-সুবিধা দিয়েছে।

আরও পড়ুনঃ কলেজের বর্ধিত ফি এর প্রতিবাদে ছাত্রীদের বিক্ষোভ

বিকলাঙ্গ ও বয়স্ক সহ সাধারণ যাত্রীরাও অবস্থান বিক্ষোভে যোগ দিয়েছেন।নিজস্ব চিত্র

প্রতিবন্ধকতা ব্যক্তিদের উন্নয়ন ও অধিকার রক্ষা সমিতি মনেকরে এই সমস্যা শুধুমাত্র বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ ও বয়ষ্ক নাগরিকদের সমস্যা নয়,আজকের যুবক-যুবতী আগামীদিনে তারা বয়ষ্ক নাগরিকে পরিনত হলে তাদেরও এই সমস্যার সম্মুখীন হতে হবে।

তাই এই সমস্যা একটি সামাজিক সমস্যা।ভারতীয় রেল দফতরের মন্ত্রী পীযূষ গোয়েল আমাদের রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী, সাংসদ শিশির অধিকারী ও দিবেন্দ্যু অধিকারী, সাংসদ দিলীপ ঘোষ, সমস্ত বিধায়ককে জানানো হয়েছে এই গুরুত্বপূর্ন সমস্যা সমাধানে বিশেষ উদ্যোগী হওয়ার জন্য।সবার চেষ্টায় আগামীদিনে ভারতবর্ষে সমস্ত উঁচু রেলওয়ে স্টেশন গুলোর এই সমস্যার সমাধান সম্ভব হবে।

ঐতিহাসিক পূর্ব মেদিনীপুর জেলার রেলওয়ে প্রবেশদ্বার মেচেদা স্টেশনে ওঠা নামার জন্য একটি মাত্র উঁচু সিড়ির পরিবর্তে অবিলম্বে বিকলাঙ্গ ও বয়ষ্কদের বাধামুক্ত অবাধ যাতায়াতের জন্য দঃ পূর্ব ভারতীয় রেল র‌্যাম্প / লিফট / এসকেলেটার / আন্ডার পাশ-এর সাথে সাথে বাধামুক্ত টয়লেট-বাথরুমগুলো করতে হবে টিকিট কাউন্টার সংলগ্ন রেল পুলিশ স্টেশন, স্টেশন ম্যানেজারের অফিস এবং দঃ পূর্ব রেলের খড়গপুর নয় মেচেদা স্টেশন থেকে প্রতিমাসের নির্দিষ্ট দিনে দিব্যাংদের রেল কনশেসান কার্ড দেওয়ার ব্যাবস্থা করতে হবে।

এই ন্যায় সংগত দাবী অবিলম্বে কার্য্যকরী করার জন্য রেল দফতরকে ৩০ শে আগস্ট,শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মেচাদা স্টেশনে ৬ ঘন্টার অবস্থান ও স্বাক্ষর সংগ্রহ ও স্টেশন ম্যানেজারের মাধ্যমে ডিআরএম কে স্মারক লিপি প্রদানের কর্মসূচি নেওয়া হয়েছে।

দিব্যাং ও বয়ষ্কদের এই ন্যাহ্য প্রয়োজনকে সম্মান জানিয়েছেন মন্ত্রী শুভেন্দু অধিকারী, সাংসদ শিশির অধিকারী, দিবেন্দ্যু অধিকারী। তাদের কাছে আবেদন মেচাদা স্টেশনে শুধু নয় আগামীদিনে সারা ভারতবর্ষে সকল উঁচু স্টেশানে বিকলাঙ্গ ও বয়ষ্কদের জন্য বাধামুক্ত অবাধ যাতায়াতের সু-ব্যবস্থা করার জন্য।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here