কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে আয়াকর্মীদের বিক্ষোভ

0
362

মনিরুল হক,কোচবিহারঃ

the protest of cooch behar medical college
নিজস্ব চিত্র

মাদার অ্যান্ড চাইল্ড হাবে কাজ করার অনুমতির দাবিতে কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপি ঘেরাও করে বিক্ষোভ দেখালেন হাসপাতালের আয়ারা। হাসপাতালের আয়ারা দীর্ঘক্ষণ ঘেরাও করে বিক্ষোভ দেখান এমএসভিপি ডাঃ রাজীব প্রসাদকে।বুধবারের এই ঘটনায় হাসপাতাল চত্বরের চাঞ্চল্য ছড়ায়।স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়।

the protest of cooch behar medical college
নিজস্ব চিত্র
the protest of cooch behar medical college
নিজস্ব চিত্র

প্রায় দুমাস আগে এই হাসপাতালে চাইল্ড হাব বা ‘মাতৃমা’-র আনুষ্ঠানিক উদ্বোধন হয়।কিন্তু এই প্রকল্পের কাজ শুরু হয় বুধবার।কর্তৃপক্ষ সিদ্ধান্ত অনুযায়ী এখানে আয়ারা রোগীর পরিচর্যার কাজ করতে পারবেন না।তারই প্রতিবাদ জানিয়ে হাসপাতাল চত্বরে কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপিকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন হাসপাতালের আয়ারা।

আরও পড়ুনঃ বিদ্যাসাগরের মূর্তি ভাঙ্গার প্রতিবাদে শিলিগুড়িতে বিক্ষোভ প্রদর্শন বামফ্রন্টের

আন্দোলনকারিদের বক্তব্য, যেখানে মা ও নবজবাতকের চিকিৎসা চলবে সেখানে আয়াদের পরিষেবা অন্তত জরুরি।অথচ আয়াদের সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ।কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপি ডাঃ রাজীব প্রসাদ এ প্রসঙ্গে জানান,সরকারি নিয়ম অনুযায়ী সেখানে আয়াদের কাজে নিষেধ করা হয়েছে।এদিন বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here