ঘরে ঢুকেছে জল,প্রতিবাদে পথ অবরোধ গ্রামবাসীর

0
50

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে নিমতৌড়ির নবনির্মিত প্রশাসনিক ভবন এলাকায় চকশ্রীকৃষ্ণপুর কুলবেড়্যা ও নিমতৌড়ি গ্রামের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন৷ঘরে দোকানে পাঁচ ছয় ইঞ্চি পর্যন্ত জল জমে রয়েছে৷এরই প্রতিবাদে গ্রামবাসীরা নিমতৌড়ি তমলুক বাস রাস্তায় কুলবেড়্যা মোড় অবরোধ করে৷

 

the protest of locality | newsfront.co
নিজস্ব চিত্র

ইতিপূর্বে নিকাশীর দাবি বার বার জানানো হয়েছে৷ গতকাল থেকে প্রবল বর্ষনে মানুষ গৃহবন্দী।প্রায় আড়াই ঘন্টা পথ চলার পর তমলুক থানার পুলিশ এসে জেলা পরিষদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেবেন জানানোর পর এই অবরোধ ওঠে।

road block | newsfront.co
সড়ক অবরোধ।নিজস্ব চিত্র

তবে দ্রুত স্থায়ী সমাধানের উদ্যোগ না নিলে বৃহত্তর আন্দোলনে নামবে এলাকাবাসী।প্রয়োজনে জাতীয় সড়ক অবরোধ করবে এমনটাই জানান এলাকাবাসী।

অনিল কুমার সামন্ত,স্থানীয় বাসিন্দা।নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ শিক্ষক নিগ্রহের প্রতিবাদে সতীঘাটে পথ অবরোধ এবিভিপির

স্থানীয় বাসিন্দা অনিল কুমার সামন্ত জানান, “বহু বছর ধরে এই এলাকায় বসবাস করছি প্রত্যেক বছরই এই সমস্যার সম্মুখীন হই, বহুবার প্রশাসনের দফতরের জানিয়ে কোন সুরাহা মিলেনি শুধু মিলেছে আশ্বাস।”

জল নিকাশি নালা না থাকার কারণে এমন সমস্যা বাড়ছে এমনই অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here