বেহাল রাস্তা সংস্কারের দাবিতে গ্রামবাসীদের অবরোধ

0
55

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

protest of locality for damage road | newsfront.co
নিজস্ব চিত্র

পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের বড়দাবাড় ও ভোগপুর প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা বহুদিন ধরেই অনেক জায়গায় বেহাল দশা।প্রায়শই ঘটছে ছোটবড় দুর্ঘটনা।

protest of locality for damage road | newsfront.co
নিজস্ব চিত্র

বিশেষ করে সাগড়বাড় এলাকায় রাস্তার দশা ব্যপক খারাপ।অভিযোগ বৃহস্পতিবার সকালে সাগরবাড় হাইস্কুলের এক ছাত্রী রাস্তা খারাপের কারনে সাইকেল থেকে পড়ে জখম হয়।এছাড়াও এক মহিলার হাত ভেঙে যায় রাস্তা খারাপের কারনে।

protest of locality for damage road | newsfront.co
গাছ ফেলে রাস্তা অবরোধ।নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ গোয়ালতোড়ে অবরোধ পড়ুয়াদের, বিডিওর কাছে রাস্তা সংস্কারের লিখিত প্রতিশ্রুতি দাবি

একই দিনে দুটি দুর্ঘটনার কারনে ক্ষিপ্ত গ্রামবাসীরা সাগরবাড় গ্রামে রাস্তা ঘেরে পথ অবরোধ শুরু করে।সকাল থেকে সাগরবাড় গ্রামে শুরু হয় অবরোধ।এরফলে অবরুদ্ধ হয়ে যায় যান চলাচল।দীর্ঘক্ষন পর্যন্ত চলতে থাকে অবরোধ।ঘটনাস্থলে আসে কোলাঘাট থানার পুলিশ।

protest of locality for damage road | newsfront.co
নিজস্ব চিত্র

দীর্ঘক্ষন ধরে গ্রামবাসীদের সাথে বচসা চলে।গ্রামবাসীদের অভিযোগ রাস্তা বহুদিন ধরে বেহাল।রাস্তার জন্য মালপত্র রাস্তার পাশে বহুদিন পড়ে থাকলেও রাস্তা সারাই এর কোন উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ।

পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ ওঠে।পরে কোলাঘাট ব্লকের বিডিও মদন মন্ডল ঘটনা স্থলে আসেন।তিনি এক সপ্তাহের মধ্যে কাজ শুরু করার আশ্বাস দেন বলে জানা গেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here