নিজস্ব সংবাদদাতা,মালদহঃ
ন্যায্য বেতনের দাবিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভ অবস্থানে বসলো মালদহ মেডিকেল কলেজের বহির্বিভাগের এম আর আই ও ডিজিট্যাল এক্সরে বিভাগের বেসরকারি সংস্থার দায়িত্বে থাকা প্রায় ২০ জন অস্থায়ী কর্মী।শনিবার দুপুর থেকে এম আর আই এবং ডিজিটাল এক্সরের পরিষেবা বন্ধ করে বিক্ষোভে সামিল হন অস্থায়ী কর্মীরা।
অবস্থানে সামিল কর্মীদের অভিযোগ, মালিক পক্ষ বিগত দুই বছর থেকে তাদের বেতন বাড়াচ্ছেনা।বেতন বৃদ্ধির দাবি তোলায় শনিবার শুভঙ্কর মাহাত নামে এক কর্মীকে বরখাস্ত করে মালিক পক্ষ।তারই প্রতিবাদ এবং ন্যায্য বেতনের দাবিতে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সামনে অবস্থান বিক্ষোভ করেন ওই কর্মীরা।
আরও পড়ুনঃ উওরবঙ্গ বিশ্ববিদ্যালয় পড়ুয়া-কর্মীদের বিক্ষোভে উত্তাল
কর্মীদের অভিযোগ তাদের ন্যূনতম দৈনিক বেতন হলো ৩৮৭টাকা কিন্তু সংস্থা তাদের দিচ্ছে ১৩০ টাকা।তাদের অভিযোগ ন্যায্য বেতন তারা পাচ্ছেন না।এছাড়া কোন সুযোগ সুবিধা না দিয়ে দিনের পর দিন মালিকপক্ষ তাদের কাজ করাচ্ছেন।এই কথা বলতে গেলে বরখাস্তের চিঠি ধরিয়ে দেওয়া হয় এক অস্থায়ী কর্মীকে।এই ঘটনার প্রতিবাদে শনিবার দুপুর থেকে অবস্থান বিক্ষোভে বসেন অস্থায়ী কর্মীরা।
এম আর আই এবং ডিজিটাল এক্সরে বন্ধ থাকার কারণে সমস্যায় পড়েন বহু রোগী এবং তাদের আত্মীয়রা।এই ঘটনায় সংস্থার এক কর্তা জানান, বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কর্মীদের তিন দিনের সময় দেওয়া হয়েছে।
মেডিকেল কলেজের এমএসভিপি অমিত দাঁ জানান, কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যা মিটিয়ে পরিষেবা চালু করা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584