বাজকুল কলেজে ছাত্র ছাত্রীদের অবস্থান বিক্ষোভ

0
67

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

the protest of students | newsfront.co
নিজস্ব চিত্র

পূর্ব মেদিনীপুরের বাজকুল কলেজে ছাত্র ছাত্রীদের অবস্থান বিক্ষোভ চলে বাড়তি ভর্তি ফি আদায়ের বিরুদ্ধে।এদিন প্রিন্সিপালের কাছে ফি কমানোর দাবি জানাতে গিয়ে তৃণমূল পরিচালিত ইউনিয়নের ছাত্রনেতাদের হাতে হেনস্তা ও আক্রান্ত হবার প্রতিবাদে বাজকুল কলেজের সামনে বাজকুল এগরা রাস্তা জুড়ে চলছে অবরোধ।

তৃণমূল ছাত্র ইউনিয়নের নেতা ও তাদের আশ্রিত বহিরাগত গুন্ডা বাহিনীর তান্ডব চলছে,কলেজ ছাত্রীদের ব্যাপকভাবে মারধর চলছে,মঙ্গলবার বাজকুল মিলনী মহাবিদ্যালয়ে তৃতীয় সেমিস্টারের বিএ/বি এসসি/সাম্মানিক/পাশ কোর্সে ২০০০ টাকা থেকে ৪০০০ টাকা ভর্তি ফি বৃদ্ধির প্রতিবাদে কলেজের সাধারণ ছাত্র-ছাত্রীরা ৩-৪ দিন ধরে কলেজ কর্তৃপক্ষের কাছে দাবি জানানো পরও সুরাহা না পেয়ে এ দিন কলেজ গেটে অবরোধ ও বিক্ষোভ দেখায়।

the protest of students | newsfront.co
the protest of students

অভিযোগ,অবরোধ চলাকালীন টিএমসিপি’র বহিরাগত দুস্কৃতীরা সাধারণ ছাত্র-ছাত্রীদের উপর আক্রমন চালায়। তাদের লাঠি, বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।

আরও পড়ুনঃ বেহাল রাস্তার প্রতিবাদে রেল স্টেশন মাস্টারের সামনে বিক্ষোভ এলাকাবাসীর

বহু ছাত্র-ছাত্রীরা আহত হয়।গুরুতর জখম হয় কলেজের তৃতীয় সেমিস্টারের ছাত্র সুকান্ত বর্মন ও গৌতম মাইতি ও বরুণ দাস- সহ আরও ৫ জন।এদেরকে ভগবানপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

the protest of students | newsfront.co
আক্রান্ত।নিজস্ব চিত্র

এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ছাত্র সংগঠন এ আই ডি এস ও ‘র পূর্ব মেদিনীপুর জেলার সম্পাদক বিশ্বজিৎ রায় বলেন, “সাধারণ ছাত্র-ছাত্রীদের ন্যায়সংগত ও গণতান্ত্রিক আন্দোলনে টিএমসিপি ‘র ঘৃণ্য আক্রমণে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং বুধবার সারা জেলা জুড়ে প্রতিবাদ দিবস পালনের জন্য ছাত্র–ছাত্রী সহ সমস্ত জন সাধারণের কাছে আবেদন জানাচ্ছি।”

কিন্তু টিএমসিপির তরফে যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে।টিএমসিপির নেতা রবিন মন্ডল বলেন, “সম্পূর্ণ মিথ্যে ও ভিত্তিহীন অভিযোগ। এইরকম ঘটনার সঙ্গে আমাদের ছাত্র সংগঠনের কেউ জড়িত নেই।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here