নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
শনিবার আলিপুরদুয়ারের কালচিনি ও রায়মাটাং চাবাগানে তুমুল শ্রমিক বিক্ষোভ।
মজুরি না পেয়ে বিক্ষোভ দেখাচ্ছেন শ্রমিকরা। ম্যানেজারের ঘর ঘেরাও করে চলছে বিক্ষোভ।চা বাগানের অফিসে ভাংচুর।ঘটনাস্থলে কালচিনি থানার পুলিশ।
ঘটনা সূত্রপাত ভোটের পূর্বে বাগানের বহু শ্রমিকের আ্যকাউন্টে ১০০দিনের কাজের টাকা ঢুকেছে।আজ শনিবার বাগানে পেমেন্ট দিন গতকাল বাগান নোটিশ দিয়েছে যে শ্রমিকদের পেমেন্ট দেওয়া হবেনা ১০০ দিনের কাজের টাকা ঢুকেছে ওটা বাগানের ১০০ দিনের কাজের টাকা ঐ টাকা থেকে কাটা হবে এবং এরপর কাজ করানো হবে পেমেন্ট দেওয়া হবে না বলে অভিযোগ শ্রমিকদের।
আরও পড়ুনঃ মদের দোকানমুখী বাড়ির কিশোররা,ক্ষোভে আবগারি দফতরে বিক্ষোভ মহিলাদের
এই নোটিশকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় শ্রমিকরা কাজে যোগদান না করে বাগান ঘেরাও করে বিক্ষোভ বসে আছে।
যদিও চা বাগানে ম্যানেজার আসেনি এখনও ।বাগান কর্তৃপক্ষ এখনই বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584