এনআরসি ইস্যুতে তৃণমূলের বিক্ষোভ মিছিল

0
87

মনিরুল হক,কোচবিহারঃ

এনআরসি ইস্যুকে সামনে রেখে এবার বিজেপি বিরোধী আন্দোলনকে আরও তীব্র করতে চাইছে তৃণমূল।এই লক্ষ্যেই গ্রাম থেকে গ্রামান্তরে জনমত গঠন করতে মাঠে নেমেছে তাঁরা।

the protest of tmc for nrc | newsfront.co
তৃণমূলের বিক্ষোভ মিছিল।নিজস্ব চিত্র

রবিবার কোচবিহার দক্ষিন বিধানসভা কেন্দ্রের পশারিহাট এলাকায় মিছিল সংগঠিত করে তৃণমূল কর্মীরা। এদিনের এই কর্মসূচিতে নেতৃত্ব দেয় কোচবিহার দক্ষিন বিধানসভা কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামী।

লোকসভা নির্বাচনে কোচবিহার জেলায় বিজেপির জয়ের পর অনেকটাই চিন্তার মেঘ ঘনিয়ে আসে।তাই দলের হাল ফেরাতে এবারে কর্মীদের সাথে জনসংযোগ করতে ব্যস্ত ঘাসফুল শিবির।সেই কর্মসূচীর অঙ্গ হিসাবে এদিন পশারিরহাট এলাকায় মিছিল করে তৃণমূল। এদিনের এই মিছিলকে ঘিরে তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পরার মতো।

আরও পড়ুনঃ খড়্গপুরে সাফাই কর্মীদের বিক্ষোভ

এদিন এই কর্মসূচিতে যোগ দিয়ে দক্ষিণ কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামী বলেন,দক্ষিন বিধানসভা কেন্দ্রের জনসংযোগ যাত্রার অঙ্গ হিসাবে এবং কেন্দ্রীয় সরকারের এনআরসির প্রতিবাদ জানিয়ে আমরা এই মিছিল করছি।পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকার যেভাবে স্বাভাবিক জনজীবনকে বিপন্ন করার খেলায় মেতে উঠেছে। এরই বিরুদ্ধে আমাদের এই মিছিল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here