নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুরের বেলদাতে নতুন এক জোড়া লোকাল ট্রেন চালু করতে হবে,উত্তর এবং দক্ষিণ ভারতের দূরপাল্লার ট্রেনের স্টপেজ দিতে হবে বেলদাতে, পাশাপাশি নতুন টিকিট কাউন্টার তৈরি করতে হবে বেলদা স্টেশনে।
এইসব বেশ কয়েকটি দাবি নিয়ে বেলদার কেশিয়াড়ী মোড় থেকে বেলদা বাস স্ট্যান্ড হয়ে স্টেশন পর্যন্ত মিছিল এবং স্টেশনে ছোট্ট পথসভা করে বেলদা হাওড়া লোকাল বাঁচাও ও যাত্রী সুরক্ষা কমিটি।পাশাপাশি এই দিনের এই মিছিল থেকে বেলদার কেশিয়াড়ী মোড়ে রেল গেটের উপর ফ্লাইওভারের ও দাবি জানানো হয়।
আরও পড়ুনঃ নয়াগ্রামে মিছিল করে ঘুরে দাঁড়ানোর ডাক শুভেন্দুর
এই দিনের এই মিছিলে সামিল হন এলাকার ব্যবসায়ী,শিক্ষক এবং দলমত নির্বিশেষে রাজনৈতিক ব্যক্তিত্বরা।হাতে প্ল্যাকার্ড হাতে সাধারণ মানুষের দাবি নিয়ে পা মেলান মহিলারাও।দাবি না মিটলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584