সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
এবার কাঠমানি নিয়ে বিক্ষোভ অভিযান দেখা গেল বিষ্ণুপুর ১ নম্বর ব্লকে।বিভিন্ন সরকারী প্রকল্পের কাটমানির টাকা ফেরতের দাবিতে মিছিল সহকারে বিক্ষোভ দেখান কয়েকশ বিজেপি সর্মথক।এই বিক্ষোভ মিছিলে যোগদেন সাধারন মানুষ।
দক্ষিন ২৪ পরগনার বিষ্ণুপুর ১ নং ব্লকে চকধীর দক্ষিন গৌরীপুর অঞ্চল।যে অঞ্চল কাজের নামে হয়েছে স্বজন পোষন দূর্নীতি।এখানে কাজ করতে গেলে কাঠমানি নেয় বলে অভিযোগ উঠছিল অনেক আগে থেকেই। সাধারন মানুষ থেকে ঠিকা শ্রমিক বাদ যায়না কন্ট্রাক্টরও।
আরও পড়ুন: দূর্নীতি-কাটমানির অভিযোগে পঞ্চায়েত ঘেরাও করে বিক্ষোভ বিজেপির
কাটমানি নেবার অভিযোগ উঠেছে পঞ্চায়েত সদস্যা মাধবী বাগ এর স্বামী অমল বাগ,পঞ্চায়েত সদস্যার স্বামী পলাশ রঞ্জ,পঞ্চায়েত সদস্য সদানন্দ সর্দার,বংশী মণ্ডল (তৃণমূল বুথ নেতা) এর বিরুদ্ধে।এরা সকলে তৃণমূলের সদস্য বলেই পরিচিত এলাকায়।
এদিকে পঞ্চায়েতের সামনে বিক্ষোভ সভা করছেন জেলা বিজেপির সহ সভাপতি সুফল ঘাঁটু,মণ্ডল সভাপতি সন্তু দাস,সহ সভাপতি বিশ্বনাথ নিয়োগী, অঞ্চল প্রমুখ সঞ্জয় জানা, গৌতম বাগ সহ শতাধিক নেতা কর্মী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584