নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
ফের চা বাগানে আন্দোলন শুরু করছে জয়েন্ট ফোরাম। সোমবার সকালে ডুয়ার্সের বেশিরভাগ চা বাগানেই সকালে কাজে যোগ দেওয়ার আগে এক ঘন্টা চাবাগানের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচী পালন করেন চা শ্রমিকরা।
মূলত চা শ্রমিকদের বিভিন্ন সংগঠনের যৌথ মঞ্চ জয়েন্ট ফোরামের ডাকে এই বিক্ষোভ অবস্থান কর্মসূচী পালন হয়।
যে সব চা বাগানে এদিন বিক্ষোভ কর্মসূচী পালিত হয় নি সেই সব চাবাগানে মঙ্গলবার এই বিক্ষোভ কর্মসূচী পালন করবেন চা শ্রমিকরা বলে জানা গেছে।
আরও পড়ুনঃ কাটমানি ইস্যুতে জেলা জুড়ে আন্দোলনের ডাক কংগ্রেসের
আলিপুরদুয়ার জেলা সিআইটিইউ-এর সম্পাদক বিদ্যুৎ গুন বলেন,“সরকার চা শ্রমিকদের নূনতম মজুরী চালু করছে না।চা বাগানের স্টাফ ও সাব স্টাফদের বেতন বাড়ালেও তা কার্যকরি হয় নি। চা শ্রমিকদের জমির পাট্টা দেওয়া হচ্ছে না।
এইসব দাবিতে আমরা ফের জয়েন্ট ফোরামের ব্যানারে লাগাতার আন্দোলন শুরু করব। সোমবার থেকে দুই দিনের বিক্ষোভ কর্মসূচী পালিত হয়েছে।এরপরেও সরকার দাবি পূরন করতে ব্যর্থ হলে আমরা লাগাতার বৃহত্তর আন্দোলন শুরু করব।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584