মনিরুল হক, কোচবিহারঃ
বেআইনি ভাবে স্কুল সংলগ্ন তোর্সা নদীর চর থেকে ভরাট তুলে নেওয়ায় ভাঙনের মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।কোচবিহার ২ নম্বর ব্লকের মধুপুর গ্রাম পঞ্চায়েতের হাসখাওয়া প্রাথমিক বিদ্যালয়ে ওই আশঙ্কা তৈরি হয়েছে। অবৈধ ভাবে ভরাট তোলা বন্ধ করার দাবি জানিয়ে স্কুল কর্তৃপক্ষ ব্লক প্রশাসন, গ্রাম পঞ্চায়েত দফতরে বারবার আবেদন করার পরেও কোন কাজ না হওয়ায় শেষ পর্যন্ত প্রতিবাদ আন্দোলনে নামল ছাত্র ছাত্রীরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরেশ চন্দ্র দে বলেন, “দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের পাশে দিয়ে বয়ে যাওয়া তোর্সা নদীর চর থেকে জেনারেটার দিয়ে পাইবের সাহায্যে ভরাট তুলে নিয়ে পুকুর ভর্তি করা হচ্ছে। এতে স্কুল বাড়ী ভাঙনের মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। আমরা বিষটি নিয়ে প্রতিবাদ করেছি। গ্রাম পঞ্চায়েত, বিডিও অফিস, এসআই অফিসে স্মারকলিপি দিয়ে জানিয়ে দিয়েছি। কিন্তু কোন কাজই হয়নি। তাই নিরুপায় হয়ে ক্ষুদে পড়ুয়ারা প্রতিবাদ করতে নেমেছে।”
স্থানীয় বাসিন্দা দেবাশীষ ঘোষ বলেন, “আমরা বিষয় টি কয়েক দিন থেকেই দেখে আসছি। বিদ্যালয়ের পাশে ৫০ মিটারের মধ্যে তোর্ষা নদী। সেখান থেকে যেভাবে ভরাট তোলা হচ্ছে, তাতে স্কুল বাড়ী ভাঙনের মুখে পড়তে পারে।”
গত বছর ওই ব্লকেরই কামরাঙ্গাগুড়ি প্রাথমিক বিদ্যালয় তোর্সা নদীর ভাঙ্গনের কবলে পড়ে। ফলে সেখানকার ছাত্রছাত্রীদের পঠনপাঠন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। ওই ঘটনার পরেও নদী সংলগ্ন ওই স্কুল নিয়ে প্রশাসন কেন তৎপর নয়, সেটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
আরও পড়ুন: জুট পার্কের দাবীতে ডিওয়াইএফআই’র অভিযান
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584