নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
দীর্ঘ ১৬ বছর ধরে নিরাপত্তার দায়িত্ব সামলে আজ ছাঁটাই হতে হল ১০জন নিরাপত্তা রক্ষীকে। তাম্রলিপ্ত সিকিউরিটি ইউনিয়নের কর্মীরা পূর্ব মেদিনীপুরের তমলুক শহরে বিভিন্ন ব্যাঙ্কে দীর্ঘ দিন ধরে নিরাপত্তার দায়িত্ব সামলে আসছে।
হঠাৎ করে ব্যাঙ্কের এই সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার সকাল থেকে এম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেছে নিরাপত্তা রক্ষীরা।ফলে সপ্তাহের প্রথম দিনে আসা কর্মী থেকে গ্রাহক কেউই ঢুকতে পারছেন না ব্যাঙ্কের ভেতরে।
আরও পড়ুনঃ দেবীপুরে বিজেপির অবস্থান বিক্ষোভ
খবর পেয়ে তমলুক থানার পুলিশ ঘটনাস্থলে আসে। নিরাপত্তা রক্ষীদের সাথে কথা বলে চলে যান।এদিকে ব্যাঙ্ক কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো কথা বলতে নারাজ।এই অবস্থায় নিরাপত্তা রক্ষীদের কর্ম সংস্থানের যেমন বিষয় রয়েছে তেমনি সপ্তাহের প্রথম দিনে গ্রাহকদের টাকা লেনদেন করা না হওয়ায় সমস্যায় পড়েছে গ্রাহকরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584