নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের পাঁচ জন প্রভোস্ট এর মধ্যে ডাঃ সন্তোষ কুমার শুক্লা শিক্ষার্থীদের সাথে দীর্ঘ আলোচনার শেষে পদত্যাগ করার সিদ্ধান্ত নেন।
আন্দোলনকারীরা এটিকে কাঙ্খিত জয় হিসাবেই দেখছেন। তাঁরা বলেছেন, আলোচনার এমন একটি পর্যায় আমরা পৌঁছেছিলাম যেখানে ওই প্রভোস্টকে হয় পদত্যাগ করতেই হতো আর না হয় হোস্টেল ম্যানুয়াল সম্পর্কিত বিতর্কের বিষয়টিকে পুরোপুরি খারিজ করে দিতে হতো। দীর্ঘ আলোচনার পর সেই প্রভোস্ট পদত্যাগের ঘোষণাপত্র জমা দেন– এমন একটি চিঠি জেএনইউএসইউ প্রচার করেছে।
একটি জাতীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, জেএনইউ ছাত্র সংগঠনের প্রাক্তন প্রেসিডেন্ট এন সাই বালাজি জনাইয়েছেন, “পূর্বাঞ্চল প্রভোস্ট ডাঃ সন্তোষ শুক্লা ছাত্রছাত্রীদের সাথে দীর্ঘ আলোচনার পর পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর কাছে আর উপায় ছিল না, হয় পদত্যাগ করতেই হতো, না হয় নতুন হোস্টেল ম্যানুয়ালটি খারিজ করে দিতে হতো।”
প্রভোস্টরা হোস্টেলের বিভিন্ন গ্রুপের কার্যাবলীর দায়িত্বে থাকেন এবং ওয়ার্ডেনদের নির্দেশ দেন সেই কার্যাবলীগুলি সম্পন্ন করার।
সন্তোষ বাবু জেএনইউ এর সংস্কৃত বিভাগের অধ্যাপক, যিনি মঙ্গলবার ছাত্রদের উপস্থিতিতে ভাইস-চ্যান্সেলারকে উদ্দেশ্যে তাঁর পদত্যাগ পত্র জমা করেন। তাঁর মতে, হোস্টেল ম্যানুয়াল এর কর্তব্যগুলি তিনি যদি যথাযথ ভাবে পালন করতে নাই পারেন, তাহলে তাঁর সেই দায়িত্বে থাকার কোনও মানে হয় না।
এ দিন আন্দোলনকারীরা, জেএনইউ এর ভাইস-চ্যান্সেলর মামিদালা জগদেশ কুমার এর নামে বসন্তকুঞ্জ উত্তর থানায় মিসিং ডায়েরি করাতে গিয়েছিলেন, কারন তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে ভিসিকে দেখা যায়নি এবং এই ব্যাপারে তিনি কোনও বক্তব্য পোষণ করেননি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584