পতিরাম জমিদার বাড়ির পুজোর তোড়জোড় তুঙ্গে

0
131

শিবশংকর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ

the puja house of patirum | newsfront.co
নিজস্ব চিত্র

আকাশে পেঁজা তুলোর মতো মেঘ।মাঠে মাঠে কাশ ফুলের বন বাঙালির ঘরের মেয়ে উমার আগমনী বার্তা দিচ্ছে।পাড়ার সার্বজনীন পুজো থেকে পুরোনো জমিদার বাড়ির পুজো সর্বত্রই সাজো সাজো রব।তেমনি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের পতিরামের জমিদার বাড়িতেও শতাব্দী প্রাচীন দুর্গা পুজো ঘিরে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি।

পতিরাম জমিদার বাড়ির বর্তমান গৃহকর্তা সাগর কুমার ঘোষের কাছে জানা গেল আজ ছয় পুরুষ আগে তাদের পুর্বপুরুষরা বলে বর্ধমান থেকে নদীপথে দক্ষিণ দিনাজপুরে এসে জমিদারী স্থাপন করেন।সেই সাথে শুরু করেন পুজো।

the puja house of patirum | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ পুজোর আগে চাহিদা বাড়ছে টেরাকোটার গহনার

সেই ঐতিহ্য আজও চলছে বংশের পরবর্তী প্রজন্মের হাত ধরে।সাগর কুমার ঘোষ আরও জানান অতীতের টিনের ছাওনি ওয়ালা মন্দিরে পুজো হলেও আজ থেকে প্রায় একশো বছর পুর্বে তাদের পুর্বপুরুষরা পাকা মন্দির তৈরী করলে সেখানেই চলছে পুজো।

নিজস্ব চিত্র

ঘোষ বাড়ির কুল দেবতা নারায়নের পুজো দিয়েই শুরু হয় দুর্গা পুজো।অতীতে এই পুজোতে মহিষ,পাঠা,লাও আঁখ প্রভৃতি প্রচলন থাকলেও সেই সব রীতি তুলে দিয়েছে এই জমিদার বাড়ির বর্তমান প্রজন্ম।স্বাধীনত্তোর যুগে এই পুজোতে বিভিন্ন খ্যাত নামা স্বাধীনতা সংগ্রামীর আনাগোনা ছিলো বলেও জানা গেছে।

অতীত এই পুজো ঘিরে যাত্রা,কবিগান সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হলেও বর্তমানে আর্থিক কারনে ও লোক বলের অভাবে সে সব কিছু হয় না। অতীতের রীতি মেনেই এখন নিষ্ঠার সাথে পুজো চলছে এই জমিদার বাড়ির বর্তমান গৃহকর্তা সাগর কুমার ঘোষের হাত ধরে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here