হিন্দুদের ঢুকতে না দিলে কেমন লাগবে, মুসলিম বিরোধী মন্তব্যে ক্ষুব্ধ রানির প্রতিক্রিয়া

0
460

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

এবার মুসলিম বিরোধী মন্তব্য নিয়ে ভারতীয়দের প্রতি ক্ষোভ উগরে দিলেন আরব আমিরশাহির রানী হেন্দ আল কাসেমী। বেশ কিছুদিন ধরেই আরব আমিরশাহির রানী আল কাসেমীর সোশ্যাল মিডিয়া একাউন্টে অগণিত ভারতীয় মুসলিম বিরোধী মন্তব্য করেন। যার পরিপ্রেক্ষিতে ক্ষোভ প্রকাশ করেন রানী।

Hend Al Kasemi | newsfront.co
হেন্দ আল কাসেমী। ছবিঃ টুইটার

ভারতের একটি জাতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর সূত্রে জানা যায় যে, রানী জানিয়েছেন,”শুধু মুসলিম আর খ্রিস্টানদের এখানে আসার অনুমতি দেওয়া হবে? কিন্তু আমরা তো এভাবে বড় হইনি। আমাদের কাছে তাঁরা সকলেই ভারতীয়। তাঁদের মধ্যে কোনও বিভাজন আমরা করি না, যেমন শুধু মুসলিমদের সঙ্গে কাজ করব, এমন ভাবনাও আমাদের নেই।”

উক্ত সংবাদ সংস্থার প্রশ্নের জবাবে সোশ্যাল মিডিয়ায় করা মন্তব্যের পরিপেক্ষিতে তিনি মন্তব্য করেন ,”ভারতীয়দের কেমন লাগবে, যদি আমাদের দেশ বলে যে আমিরশাহিতে হিন্দুদের ঢুকতে দেওয়া হবে না? এই দেশ থেকে বছরে প্রায় ১৪ বিলিয়ন ডলার উপার্জন করে নিয়ে যান ভারতীয়রা। যদি সেটা হঠাৎ বন্ধ হয়ে যায়, তাহলে কী হবে বুঝতে পারছেন? এই দেশে ভারতীয়রা কঠোর পরিশ্রম করেন। আমার মনে হয়, তাঁদের ভুল ভাবমূর্তি তুলে ধরে যাঁরা, তাঁদের সঙ্গে এঁদের এক সারিতে রাখা যায়।’

প্রসঙ্গত উল্লেখ্য সাম্প্রতিককালে দিল্লির নিজামুদ্দিন মারকাজ মসজিদে ভারতে লকডাউন ঘোষণার বেশ কিছুদিন পূর্বে যে জমায়েত হয়েছিল এবং জামায়াত পরবর্তীতে যে সমস্ত বিদেশী মুসলিম ধর্মপ্রচারকরা এদেশে থেকে গেছিলেন তাদের মাধ্যমেই নাকি এদেশে করোনা দ্বিগুণ হারে ছড়িয়েছে বলে অভিযোগ তোলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপর ভারত সরকার ওই জামায়াতে আশা অসংখ্য বিদেশী মুসলিমদের পুনর্বার এদেশে আসার ক্ষেত্রে লিস্ট তৈরি করে নিষেধাজ্ঞা জারি করে । বাড়তে থাকে ধর্মীয় উন্মাদনা । সূত্রের খবর ভারতে প্রবেশের ব্যাপারে বিদেশি মুসলিমদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞার জন্যই হয়তো সংযুক্ত আরব আমিরশাহির রানী এহেন মন্তব্য।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here