প্রশ্নের মুখে হোয়াটসঅ্যাপের নিরাপত্তা, GIF দিয়ে ঢুকছে হ্যাকাররা

0
81

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট  

ফেসবুক এবং ইনস্টাগ্রামের পর এবার বড়সড় প্রশ্নের মুখে WhatsApp-এ ব্যক্তিগত তথ্যের সুরক্ষার বিষয়টি। শুধুমাত্র একটা GIF ফাইলের মাধ্যমে WhatsApp ব্যবহারকারীর ব্যক্তিগত মেসেজ হাতিয়ে নিতে পারে হ্যাকাররা। সাম্প্রতিক একটি গবেষণায় এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।

whatsapp security | newsfront.co
ছবি – ইন্টারনেট

WhatsApp-এ প্রথম GIF সাপোর্ট করার ফিচার যুক্ত হয় ২০১৭ সালে। এখন এই ফিচারটিকেই হাতিয়ার করে WhatsApp ব্যবহারকারীর ব্যক্তিগত পরিসরে সিঁধ কেটে ঢুকে পড়ছে হ্যাকাররা।

GIF-এর মাধ্যমে তারা অ্যাপের নিরাপত্তা বলয় ভেঙে ফেলতে সক্ষম হয়েছে। এভাবে হ্যাকাররা ইউজারের স্মার্টফোনের দখল নিয়ে সমস্ত ব্যক্তিগত তথ্য পড়ে ফেলতে পারে।

whatsapp security | newsfront.co
ছবি – ইন্টারনেট

Awakened নামে সিঙ্গাপুরের এক সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ WhatsApp-এর এই সমস্যাটি প্রথম জনসমক্ষে আনেন। তবে ফোন হ্যাক করার জন্য হ্যাকারদের বিশেষ ধরনের GIF তৈরি করে পাঠাতে হয়। এমন যে সম্ভব ফেসবুকের মালিকানাধীন এই সংস্থার তরফে সম্প্রতি সে কথা স্বীকারও করে নেওয়া হয়েছে।

whatsapp security | newsfront.co
ছবি – ইন্টারনেট

এই বাগ একমাত্র অ্যান্ড্রয়েড স্মার্টফোনেই আঘাত হানে।

এখন প্রশ্ন হল সম্ভাব্য হ্যাকার হানা থেকে স্মার্টফোনকে সুরক্ষিত রাখা যাবে কীভাবে? বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অ্যান্ড্রয়েডের পুরনো ভার্সনে এই GIF অ্যাটাকের সম্ভাবনা সবথেকে বেশি।

এক্ষেত্রে অ্যান্ড্রয়েড ৮.১-এর থেকেও পুরনো যে ভার্সন আছে একমাত্র সেগুলিতেই এটি আক্রমণ করতে সক্ষম। তাই এই বিপদের হাত থেকে রক্ষা পেতে অবিলম্বে অ্যান্ড্রয়েড স্মার্টফোনটি আপডেট করা দরকার। সেইসঙ্গে প্লে স্টোর থেকে অ্যাপটিও আপডেট করে নিন। এই দুই পদক্ষেপে স্মার্টফোনটি হ্যাকার হানা থেকে সম্পূর্ণ সুরক্ষিত থাকবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here