বর্হিবানিজ্যে রাধিকাপুর সীমান্ত চালুর দাবীতে আন্দোলনের পথে ব্যবসায়ীরা

0
144

তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ

the Radhikapur demanding to launch
নিজস্ব চিত্র
the Radhikapur demanding to launch
নিজস্ব চিত্র

ভারতের উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তের রাধিকাপুর সীমান্ত দিয়ে বাংলাদেশের সাথে বহির্বাণিজ্য চালু করবার কোন উদ্যোগ উত্তর দিনাজপুর জেলার ব্যবসায়ী মহলের আজ পর্যন্ত দেখা যায়নি পরিকাঠামোগত সব রকম সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও।অথচ যখন উত্তর দিনাজপুর জেলার রাধিকাপুর সীমান্তে ছিল না টাঙ্গন নদীর উপর সেতু এবং প্রশস্ত পাকা রাস্তা সেই সময় প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কালিয়াগঞ্জের ভূমিপুত্র প্রিয়রঞ্জন দাশমুন্সি কি করে রাধিকাপুর সীমান্ত দিয়ে বাংলাদেশের সাথে বর্হি-বাণিজ্য স্থাপন করা যায় তার জন্য নানাভাবে উদ্যোগ গ্রহণ করেছিলেন।অথচ এখন যখন ভারত-বাংলাদেশ সীমান্তের রাধিকাপুরে টাঙ্গন নদীর উপর সেতু এবং প্রশস্ত রাস্তা তৈরি করা হয় তার পরেও উত্তর দিনাজপুর জেলার ব্যবসায়ী মহল অর্থাৎ উত্তর দিনাজপুর চেম্বার অফ কমার্স ও মার্চেন্ট অ্যাসোসিয়েশনের এ ব্যাপারে কোনো রকম ভূমিকা দেখা যায় না। জানা যায় রাধিকাপুর দিয়ে বাংলাদেশের সাথে বর্হি বানিজ্য স্থাপন করা হলে রাধিকাপূর্ব দিয়ে বাংলাদেশে যেতে একদিকে যেমন যথেষ্ট সময় কম লাগবে তেমনি আর্থিক দিক থেকেও ব্যবসায়ীরা সুবিধা পেতে পারে। জানা যায় প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সি জীবিত থাকাকালে তিনি রাধিকাপুর সীমান্ত দিয়ে যাতে বাংলাদেশের সাথে বহির্বাণিজ্য স্থাপন করা যায় সে ব্যাপারে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরকে চিঠিপত্র দিয়ে অবহিত করেছিলেন।সেই সময় কালিয়াগঞ্জ একটি বহির্বাণিজ্য সংক্রান্ত ব্যাপারে কমিটির তৈরি করা হয়েছিল যার চেয়ারম্যান ছিলেন কালিয়াগঞ্জ পৌরসভা প্রাক্তন পৌর পিতা অরুণ কুমার দে সরকার ।আজ সমস্ত কিছু তৈরি হওয়া সত্ত্বেও রাধিকাপুর সীমান্ত দিয়ে বাংলাদেশের সাথে বহির্বাণিজ্য স্থাপন করার ব্যাপারে একদিকে যেমন কোন রাজনৈতিক নেতার মাথা ব্যাথা নেই,ঠিক তেমনি মাথা ব্যাথা নেই উত্তর দিনাজপুর জেলার ব্যবসায়ী মহলের।অথচ উত্তর দিনাজপুর জেলার রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ব্যবসায়ী মহল যৌথভাবে একটু চেষ্টা করলেই উত্তর দিনাজপুর জেলার রাধিকাপুর সীমান্ত দিয়ে বাংলাদেশের সাথে বাণিজ্য স্থাপন করবার যথেষ্ট সম্ভাবনা ছিল ।এতদঞ্চলের ব্যবসায়ী মহলের বক্তব্য এই সময় যদি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সি জীবিত থাকতেন তাহলে রাধিকাপুর সীমান্ত দিয়ে বাংলাদেশের সাথে বহির্বাণিজ্য স্থাপনের কাজ অনেক দূর এগিয়ে যেতে পারতো বলেই তাদের দৃঢ় ধারণা।এ ব্যাপারে উত্তর দিনাজপুর চেম্বার অব কমার্স এর সাধারন সম্পাদক শংকর কুন্ডু এক সাক্ষাৎকারে বলেন তারা বহির্বাণিজ্য স্থাপনের ব্যাপারে একদম চুপচাপ বসে নেই।ইতিমধ্যেই তারা চেম্বার অফ কমার্স এর পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে চিঠি পাঠিয়েছেন বলে জানান চেম্বার অব কমার্সের সাধারন সম্পাদক শংকর কুন্ডু।কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুনীল সাহা বলেন বর্তমানে রাধিকাপুর সীমান্ত দিয়ে বাংলা দেশের সাথে বর্হিবাণিজ্য স্থাপন করার ক্ষেত্রে কোন অসুবিধা থাকার কথা নয়।উত্তর দিনাজপুর চেম্বার অফ কমার্স কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরে প্রয়োজনীয় চিঠিও দিয়েছে রাধিকাপুর সীমান্ত দিয়ে বর্হিবাণিজ্য শুরু করা হলে ব্যবসায়ীরা কি কি সুবিধা পেতে পারে।সুনীলবাবু বলেন খুব শীঘ্রই আমরা ব্যবসায়ী মহল জেলা শাসকের সাথে এই ব্যাপার নিয়ে আলোচনা য় বসবো বলে জানান।তিনি বলেন প্রয়োজন হলে ব্যবসায়ী মহলের পক্ষ থেকে রাধিকাপুর সীমান্ত দিয়ে অবিলম্বে বর্হি বাণিজ্য চালু করার দাবিতে ব্যাপক আন্দোলন করার কথাও ভাবা হচ্ছে।সুনীলবাবু বলেন আমরা শুনেছি কালিয়াগঞ্জ শহরের উপর দিয়ে কেন্দ্রীয় সরকার ভারত মালা সড়ক যোজনার মাধ্যমে ফোর লেন করবার উদ্যোগ নিতে চলেছে।কালিয়াগঞ্জ ব্যবসায়ীদের দাবি উন্নয়নের স্বার্থে ফোর লেন হোক তবে তা যেন বাইপাসের মাধ্যমেই হয়।ব্যবসায়ীদের ভাত মেরে কালিয়াগঞ্জ শহরের উপর দিয়ে ফোর লেন যাঁরা কোন ভাবেই মেনে নেবনা।রাধিকাপুর সীমান্ত দিয়ে বাংলাদেশের সাথে বর্হিবাণিজ্য চালু হলে একদিকে যেমন এলাকার প্রচুর অর্ধ শিক্ষিত বেকারদের কর্মসংস্থান সম্ভব হতে পারে তেমনি এলাকার আর্থসামাজিক পরি কাঠামোর উন্নয়ন সম্ভব হতে পারে।

the Radhikapur demanding to launch
নিজস্ব চিত্র

আরও পড়ুন: গোর্খাল্যান্ডের দাবীতে ফের পোস্টার কালিম্পঙে

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here