রাজীব কুমারের আগাম জামিন মঞ্জুর

0
73

ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ

সারদা-কাণ্ডে রাজ্যের গোয়েন্দা প্রধান রাজীব কুমারের আগাম জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। চার দিনের ম্যারাথন শুনানির পর অবশেষে মঙ্গলবার ওই মামলার রায় ঘোষণা করে বিচারপতি শহিদুল্লা মুন্সি এবং বিচারপতি শুভাশিস দাশগুপ্তের ডিভিশন বেঞ্চ।

রাজীব কুমারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই বলে মনে করছে ডিভিশন বেঞ্চ। হাইকোর্ট জানিয়েছে, রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে তাঁকে ৪৮ ঘণ্টা আগে নোটিস দিতে হবে। দু’জন জামিনদার-সহ ৫০ হাজার টাকা বন্ডে আগাম জামিন মঞ্জুর করা হয় রাজীবের।

rajiv kumar bail in advance | newsfront.co
ফাইল চিত্র

তবে, এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আবেদনের রাস্তা খোলা রয়েছে সিবিআইয়ের কাছে। এদিন রায় ঘোষণার সময়, জানিয়ে দেওয়া হয় রাজীবকে যদি গ্রেফতার করা হয়, তা হলে তিনি সঙ্গে সঙ্গে জামিন পেয়ে যাবেন। আগাম জামিন মঞ্জুর করা হলেও, কলকাতা ছেড়ে রাজীব যেতে পারবেন না বলেও রায়ে উল্লেখ রয়েছে বলে হাইকোর্ট সূত্রে খবর।

সিবিআইয়ের আইনজীবী সওয়ালের সময় জানিয়ে ছিলেন, রাজীবকে হেফাজতে নিয়ে জেরার প্রয়োজন রয়েছে। কারণ তাঁকে ৮ বার তলব করা হলে মাত্র দু’দিন তিনি হাজিরা দিয়েছিলেন। তা-ও ‘রক্ষাকবচ’ থাকার সময়। সুপ্রিম কোর্টের নির্দেশে তিনি শিলং-এ গিয়েছিলেন।

তখন তাঁকে প্রায় ৪০ ঘণ্টা জেরা করা হয়েছিল। কিন্তু রক্ষাকবচ উঠে যাওয়ার পর, তিনি হাজিরা দেননি। তাঁকে নোটিস দেওয়া হলেও, হাজিরা না দিয়ে ‘পালাতক’ ছিলেন। যদিও হাইকোর্ট মনে করছে, রাজীবকে হেফাজতে নিয়ে জেরার কোনও প্রয়োজন নেই।

আরও পড়ুনঃ খাতায় কলমে ছুটি শেষ, এখনও বেপাত্তা রাজীব

উল্লেখ্য, কলকাতা হাইকোর্টেই রাজীব কুমারকে গ্রেফতার করা যাবে না বলে যে ‘রক্ষাকবচ’ দিয়েছিল তা উঠে যায়। এরপর রাজীবকে জিজ্ঞাসাবাদের জন্যে নোটিস পাঠানো হয়েছিল।

কিন্তু তিনি হাজারি না দিয়ে ‘আত্মগোপন’ করে ছিলেন। এর পর তিনি এমপি-এমএল কোর্ট, বারাসত জেলা আদালত এবং আলিপুর জেলা ও দায়রা আদালতে আগাম জামিনের আবেদন জানান। কিন্তু তিন আদালতেই আবেদন ধাক্কা খায়।

তার পরই গত সোমবার হাইকোর্টের দ্বারস্থ হন তাঁর স্ত্রী সঞ্চিতা কুমার। বুধবার এই মামলার প্রথম শুনানি শুরু হয়। শুক্রবারও এক দফা শুনানি হয় সোমবার কলকাতা হাইকোর্টে মামলার শুনানি শেষ হয়। তবে ওই দিন রায়দান স্থগিত রাখে ডিভিশন বেঞ্চ।

এর আগে গত তিনদিন ধরে রাজীব কুমারের আগাম জামিনের শুনানি চলছিল আদালতে। সোমবার সকালেও রুদ্ধদ্বার কক্ষে, শুনানি শুরু হয়। সেখানে সিবিআইয়ের আইনজীবীরা তাঁর জামিনের বিরোধিতা করলেও, এ দিনই রায় ঘোষণা হয়ে যাবে বলে মনে করা হয়েছিল। কিন্তু রায়দান স্থগিত করে দেয় ডিভিশন বেঞ্চ।

অবশ্য শুনানি শুরু হওয়ার আগেই রাজীবকে আত্মসমর্পণের পরামর্শ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার শহিদুল্লা মুন্সি এবং বিচারপতি শুভাশিস দাশগুপ্তের ডিভিশন বেঞ্চে অবিলম্বে শুনানির জন্য আবেদন জানান রাজীব কুমারের আইনজীবীরা।

তখন বিচারপতি মুন্সি ওই আইনজীবীদের উদ্দেশে বলেন, ‘‘জরুরি ভিত্তিতে শুনানির প্রয়োজন কেন মনে করছেন? যান, গিয়ে আত্মসমর্পণ করতে বলুন মক্কেলকে।’’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here