নির্মল বিদ্যালয় সপ্তাহ উদযাপন

0
158

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

পৃথিবীর ভারসাম্য বজায় রাখার লক্ষ্যে এবং সবুজায়নকে ধরে রাখতে প্লাস্টিক ব্যবহার রোধ করতে চলেছে রাজ্য সরকার।

নিজস্ব চিত্র

তারই সচেতনতা হিসেবে বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার রামনগর-১ ব্লকের পদিমা-১ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মির্জাপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে স্থানীয় এলাকায় একটি সচেতনতা মূলক র‍্যালির আয়োজন করা হয়।

স্কুল চত্বর-সহ পার্শ্ববর্তী এলাকায় ব্লিচিং পাউডার, ফিনাইল ও মশা নাশক তেল স্প্রে করা হয়। তারপর মির্জাপুর প্রাথমিক বিদ্যালয়ে স্লাইড শো-এর মাধ্যমে তথ্যচিত্র দেখিয়ে প্লাস্টিক দূষণের ভয়াবহতা তুলে ধরা হয়।মির্জাপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তনু কুন্ডু বলেন, “নির্মল বিদ্যালয় সপ্তাহ পালনের উপলক্ষ্যেই এই কর্মসূচি।

আরও পড়ুনঃ বেলদা গঙ্গাধর অ্যাক্যাডেমিতে নির্মল বিদ্যালয় সপ্তাহ উদযাপন

রণপা পরে সচেতনতা প্রচার।নিজস্ব চিত্র

প্লাস্টিক কিভাবে পরিবেশকে দূষণ করে, জীবনে তার প্রভাব কতটা সবটাই তুলে ধরা হয়েছে।” স্কুল সূত্রের খবর,এ দিন আয়োজিত ওই কর্মসূচিতে স্কুলের সমস্ত খুদে পড়ুয়া-সহ শিক্ষক- শিক্ষিকারা যোগ দেয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here