পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
মানব সভ্যতা যখন বিস্ময়কর সম্ভাবনা দিয়ে নতুন সহস্রাব্দে এসে দাঁড়িয়েছে তখন আমাদের দেশের তরুন প্রজন্মের বিশাল উল্লেখযোগ্য অংশ আক্রান্ত এক সর্বনাশা মরণ নেশায়।সে নেশা মাদকের।এক গভীর ষড়যন্ত্রের শিকার আমাদের তরুন প্রজন্ম।
যে তরুনের ঐতিহ্য রয়েছে সংগ্রামের,প্রতিবাদের,যুদ্ধজয়ের,তাদের সেই ঐতিহ্যকে নস্যাৎ করার জন্য উঠে পড়ে লেগেছে আন্তর্জাতিক মাফিয়া চক্র।
তাদের ভবিষ্যৎকে অসাড়,পঙ্গু ও ধ্বংস করে দেওয়ার জন্য চলেছে ভয়ংকর এক চক্রান্ত।জাতির মেরুদণ্ডকে অথর্ব করে দেওয়ার জন্য তাদের ছলে বলে কৌশলে টেনে নেওয়া হচ্ছে নেশার করাল বলয়ে।আর তার ফলে মাদক নেশার যন্ত্রণায় ধুঁকছে শত সহস্র প্রান।
আরও পড়ুনঃ গোপীবল্লভপুরে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে পদযাত্রা
ড্রাগের ফাঁদ থেকে বেরিয়ে আসার দুঃসাহস হারিয়ে ফেলছে দুর্মর তারুন্য।নেশার কবলে পড়ে তরুন সমাজ জড়িয়ে পড়ছে অপরাধের জালে।সমাজের এই সমূহ বিপদ থেকে সমাজকে মুক্ত করতে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরে জেলা পুলিশ ও প্রশাসনের সহযোগিতায় সচেতনতামূলক র্যালি করল
” শিলিগুড়ি সেরিনিটি ফাউন্ডেশন “।রায়গঞ্জ থানার উদ্যোগে এই পদযাত্রায় বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে সমাজের বিশিষ্ট মানুষজন এবং নেশার কবল থেকে মুক্ত হয়ে সমাজের মূলস্রোতে ফিরে আসা যুবক-যুবতীরাও অংশ নেয়। র্যালি রায়গঞ্জ শহরের ঘড়িমোড় থেকে শুরু হয়ে শিলিগুড়ি মোড়ে শেষ হয়। সচেতনতামূলক এই র্যালি থেকে সমাজকে নেশামুক্ত করার আর্জি জানানো হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584