নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এলেই চন্দ্রকোনা রোড পরিমল কাননে একবার ঘুরতে আসতে হয় পর্যটকদের।ইদানীং পর্যটকদের আকর্ষণীয় জায়গা পরিমল কাননের পরিবেশ রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হতে চলেছে।অন্য দিকে এই পরিমল কাননে আগের প্রবেশ মূল্য যা ছিল তা দ্বিগুণ বাড়িয়ে দিতেই ক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ থেকে পর্যটক।
আরও পড়ুনঃ কাটমানি ফেরতের দাবিতে অঞ্চল সভাপতির বাড়ি ঘিরে বিক্ষোভ বিজেপির
সোমবার সেই সব ঘটনার পরিপ্রেক্ষিতে গড়বেতার তিন নম্বর ব্লক বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ দেখিয়ে ডেপুটি রেঞ্জার তাপস করকে কয়েক দফা দাবি নিয়ে স্মারকলিপি জমা দেওয়া হয়।
মূলত, দাবিগুলি হলো রক্ষণাবেক্ষণের দিকে নজর দিতে হবে,টিকিটের মূল্য কমাতে হবে,পরিমল কাননের ভিতরে যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে নজর রাখতে হবে।এই দিন এই বিক্ষোভ ও ডেপুটেশন উপস্থিত ছিলেন জেলা সম্পাদক মদন রুইদাস,বিজেপির ব্লক সভাপতি হরে রাম সিং,জেলা সদস্য গৌতম কৌড়ী সহ অন্যান্যরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584