নিজস্ব সংবাদদাতা,কোচবিহারঃ
শিক্ষকের অভাবে ব্যাহত হচ্ছে পঠন পাঠন ব্যবস্থা।অবিলম্বে এর প্রতিকারের দাবিতে সোমবার কোচবিহার সদর গভমেন্ট স্কুলে বিক্ষোভ দেখাল ছাত্রেরা।
এই বিক্ষোভের জেরে উত্তেজনা দেখা দেয় ঐ বিদ্যালয় চত্বরে।প্রাক-প্রাথমিক থেকে উচ্চ-মাধ্যমিক স্তর পর্যন্ত পঠনপাঠন হয় এই বিদ্যালয়ে। স্কুল সূত্রে জানা যায়, বিদ্যালয় স্তরে কমপক্ষে ৩৩ জন শিক্ষকের যেখানে দরকার সেখানে বর্তমানে এই বিদ্যালয়ে ১৬ জন শিক্ষক রয়েছেন।ছাত্রদের এই দাবিকে ন্যায় সঙ্গত বলেই মনে করেন অভিভাবক ও শিক্ষকেরা।
বিদ্যালয়ের দায়িত্ব প্রাপ্ত শিক্ষক গৌতম মজুমদার বলেন, ‘সত্যি আমাদের বিদ্যালয়ে শিক্ষকের অভাব রয়েছে।বিজ্ঞান বিভাগের শিক্ষক তেমন নেই বললেই চলে।
তারফলে পঠন পাঠন ব্যহত হচ্ছে।ক্ষতিগ্রস্থ হচ্ছে ছাত্ররা।আমরা বারবার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালেও কাজের কাজ কিছু হচ্ছেনা।’ জানা গিয়েছে, রসায়ন, রাশি বিজ্ঞান, কম্পিউটার সায়েন্স, রাষ্ট্র বিজ্ঞান প্রভৃতি বিষয়ে শিক্ষকের অভাব রয়েছে। যার ফলে পঠন পাঠনের ব্যঘাত ঘটছে ঐ বিদ্যালয়ে।
আরও পড়ুনঃ তৃণমূলের শিক্ষক সংগঠন ব্যতিরেকে বদলি নিয়ে সরব সব পক্ষ
আন্দোলনরত বিদ্যালয়ের ছাত্র শোভন সাহা বলে, ‘আমরা শিক্ষকের অভাবে দীর্ঘদিন ধরেই ভুগছি। নিয়মিত ক্লাস না হওয়ায় নির্দিষ্ট সিলেবাস কমপ্লিট হচ্ছে না। স্কুলে শিক্ষকের দাবীতে আজ বিদ্যালয় কর্তৃপক্ষকে স্বারকপত্র দেওয়া হয়। আগামীতে এই দাবি জেলাশাসককেও জানাব। সমস্যার সমাধান না হলে পথ অবরোধ করে বৃহত্তর আন্দোলনে নামব।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584