নিজস্ব সংবাদদাতা,দক্ষিন ২৪ পরগনাঃ
২১শে জুলাই শহীদ স্মরণে সমাবেশ ঘিরে মিছিল করল তৃণমূল ছাত্র পরিষদ।শিরাকল মহাবিদ্যালয়ের এক হাজার কলেজ পড়ুয়াদের নিয়ে আড়াই কিলো মিটার পায়ে হেঁটে প্রচার চালানো হয়।এই মিছিলের নেতৃত্ব দেন শিরাকল মহাবিদ্যালয়ে কনভেনার ওরফে শিরাকল গ্রামপঞ্চায়েত উপপ্রধান আব্দুল রহমান (ভলু)।
শিরাকল মহাবিদ্যালয় থেকে উস্থি রোড দিয়ে শিরাকল বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় দু’কিলোমিটার পায়ে হেঁটে প্রচার সারেন।উপস্থিত ছিলেন কলেজের জিএস চিরঞ্জিৎ মন্ডল , ইউনিয়ন প্রেসিডেন্ট ,উপপ্রধান আব্দুর রহমান , গৌতম মুখার্জি সিরাকল (অঞ্চল তৃনমূল সভাপতি)।
আরও পড়ুনঃ একুশে জুলাইয়ের সমর্থনে তৃণমূল কংগ্রেসের মিছিল দাঁতনে
শিরাকল অঞ্চল তৃনমূল সভাপতি বলেন,”২০০৭ সালে কলেজ প্রতিষ্ঠা হওয়ার পর পরিকাঠামো ছিল না।পড়ুয়াদের যোগাযোগ ব্যবস্থা ছিল না । পঠন পাঠন লাটে ওঠার মতো।ফলে শিরাকল মহাবিদ্যালয় ভালো পরিষেবা পেতেন না পড়ুয়ারা ।২০১২ সালে আব্দুল রহমান কনভেনার হওয়ার পর উন্নয়ন হয়েছে ।পরিকাঠামো উন্নতি করন হয়েছে।
যোগাযোগ ব্যবস্থা উন্নতি করছে ।ফলে পড়ুয়াদের সংখ্যা বেড়েছে।মগরাহাট পশ্চিম বিধানসভা এলাকার পড়ুয়া শুধু নয়।কলকাতা ও কলকাতা লাগোয়া বহু পড়ুয়া আসেন এই কলেজে।ফলে পঠন-পাঠনের মান যেমন বেড়েছে ।তেমনি বেড়েছে এলাকার শিক্ষার মান।
কলেজ জিএস চিরঞ্জিৎ মন্ডল বলেন কনভেনার দায়িত্বে আসার পর কলেজ দ্বীতল হয়েছে।লেডিস হোস্টেল করা হচ্ছে।নিরাপত্তা বাড়ানো হয়েছে । ছাত্রীদের জন্য আলাদা ইউনিয়ন করা হয়েছে। ফলে বোমাগুলি শব্দে যে এলাকায় ঘুম ভাঙতো ।আজ সবটা অতীত হয়ে শিক্ষায় মানুষের উন্নয়নের পথ দেখালো ।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584