মনিরুল হক,কোচবিহারঃ
পরিবারের লোকজনদের সাথে বিয়ে বাড়ির অনুষ্ঠানে যোগ দিতে এসে ৮ বছরের এক শিশু কন্যাকে অনুষ্ঠান চত্বর থেকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠেছে।ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা ২ নং ব্লকের ঘোকসাডাঙা এলাকায়।
ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।পরিবার ও পুলিশ সুত্রে জানা যায়, রবিবার রাতে ঘোকসাডাঙা এলাকায় একটি বিয়ে বাড়ির অনুষ্ঠান ছিল। বাড়ির আত্মীয় স্বজনদের সাথে ওই নাবালিকার মা বাবা বিয়ে বাড়িতে এসে ব্যস্ত ছিল।ঠিক সেই সময় বিয়ে বাড়িতে আসা আর একটি শিশুর সাথে অনুষ্ঠান চত্বরে ফুচকা খেতে গিয়েছিল ওই নাবালিকা।অভিযোগ সেই সময় শিশুটিকে ঘটনাস্থল থেকে কে বা কারা তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
জানা গেছে, দীর্ঘক্ষন যখন ওই শিশুটিকে বিয়ে বাড়ির তার মা দেখতে পায় নি।
আরও পড়ুনঃ ধর্ষণ মামলায় আশারাম পুত্র নারায়ণের যাবজ্জীবন
তখন তাকে খুঁজতে শুরু করেছে সবাই।কিছুক্ষন বাদে বিয়ে বাড়ীর আশপাশ থেকে রক্তাক্ত অবস্থায় নাবালিকাকে উদ্ধার করা হয়।ওই শিশুটিকে কে বা কারা যৌন নিগ্রহ করল তা জানা যায় নি।তার সাথে থাকা ওই শিশুও কিছু বলতে পারে নি।এই ঘটনা নিয়ে সোমবার রাতে ঘোকসাডাঙা থানায় অভিযোগ দায়ের করেছে শিশুটির পরিবারের পক্ষ থেকে।পরে শিশুটিকে কোচবিহার এমজেএন হাসপাতালে ভর্তি করা হয়।শিশুটির শরীর থেকে প্রচুর পরিমানে রক্ত ক্ষরণ হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।
এবিষয় নিয়ে মাথাভাঙ্গা মহকুমা পুলিশ আধিকারিক শুভেন্দু মন্ডল বলেন, “বিয়ে বাড়ির অনুষ্ঠানে এক শিশু কন্যা যৌন নিগ্রহ করার অভিযোগ পেয়েছি।ঘটনাস্থল থেকে মোবাইল পাওয়া গেছে।ওই ফোনের সূত্র ধরেই সমস্ত কিছুর কিনারা সহজেই সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে ঘোকসাডাঙা থানায় পুলিশ।”
স্থানীয়দের দাবী, ৮ বছরের শিশুকে যারা ধর্ষণ করে তারা আসলে মানুষ না।পুলিশের কাছে বিশেষ অনুরোধ যারা এধরনে ঘটনা ঘটিয়েছে তাদের খুঁজে বের করে ফাঁসিতে ঝোলানো দরকার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584