মুক্তি পেল অভিনন্দনের নতুন মিউজিক ভিডিও “চলো যাই”

0
285

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্ট:

সম্প্রতি Zee বাংলার মেগা সিরিয়ালের ভীষণ পরিচিত মুখ অভিনন্দন সরকারকে পাওয়া গেল এক অন্যরকম চরিত্রে। কিছুদিন আগেই “চলো যাই” নামে তার একটি মিউজিক ভিডিও মুক্তি পেয়েছে Rasa Entertainment এর YouTube চ্যানেলে,যেটি আরো দূরে চলো যাই গানটি নিয়ে তৈরী। আশাজীর এই বিখ্যাত গানটিকে নতুন করে গেয়েছেন সংগীতশিল্পী সৌরভ বিকাশ। সম্প্রতি এই বিষয়ে অভিনন্দন আমাদের বলেন, ‘অন্যরকম কিছু করার ইচ্ছে ছিল অনেকদিন ধরেই,সৌরভ আমার খুব পছন্দের একজন শিল্পী,ওর চ্যানেলে এই গানটা শুনে তখনই ঠিক করি এটায় কাজ করব।

 

abhinandan image 1

 

সাথে সাথে আমার টিম্ কে বলি সেই থেকেই শুরু। আশা করি কাজটা আমার দর্শকদের ভীষণ ভালো লাগবে’। এছাড়াও অভিনন্দনের ফ্যানদের জন্য থাকছে এক বিশেষ চমক কারণ এই প্রথমবার নিজের বান্ধবী ব্রততী ভট্টাচার্যের সঙ্গে অভিনয় করলেন অভিনন্দন। নেটিজনদের মতে এই জুটিকে মানিয়েছেও দারুন। এই গানটির সিনেমাটোগ্রাফি এবং ভিডিও এডিটিং করেছেন সঞ্জিত সাঁই এবং মেকআপ এর দায়িত্বে ছিলেন ত্রিদিব দে।

 

music video Let's go

 

এবং আরো একটি গুরুত্বপূর্ণ খবর,খুব শিগগিরই মুক্তি পেতে চলেছে অভিনন্দনের নতুন শর্টফ্লিম। সে ব্যাপারে তাকে প্রশ্ন করা তিনি লাজুক হেসে বললেন ‘এ ব্যাপারে ডিরেক্টরের কিছু বলা বারণ,সময় আসুক,সবাই জানতে পারবেন নতুন খবর’। আপাতত তাই সময় নষ্ট না করে চটপট দেখে নিন নতুন মিউজিক ভিডিও ‘চলো যাই’।

 

আরও পড়ুনঃ 

গৌরবর্ণা শ্যামা হাজির ‘কৃষ্ণকলি’তে

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here