নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
আমরা জিআর চাইনা,আমাদের চাই স্থায়ী কাজ ।আমাদের জন্য বন্ধ চা বাগান খোলার ব্যবস্থা করুন।এমন ভাবেই জি আর ফিরিয়ে নেবার আর্জি জানায় মাদারিহাট-বীরপাড়া ব্লকের বন্ধ মুজনাই চা বাগানের শ্রমিকরা।
বুধবার মাদারিহাট-বীরপাড়া ব্লকের মাদারিহাট গ্ৰাম পঞ্চায়েত পক্ষ থেকে বন্ধ মুজনাই চা বাগানের শ্রমিকদের জি আর দিতে গেলে শ্রমিকরা জিআর এর বদলে বন্ধ চা বাগান খোলার আর্জি জানায় ।
এদিন বন্ধ মুজনাই চা বাগানের শ্রমিকদের জিআর ইউনিট প্রতি ১২০ টাকা করে তিন ইউনিটের জিআর একত্রে করে মোট ৩৬০ টাকা করে ৮০৩ জন শ্রমিককে দেওয়া হয়।
সংশ্লিষ্ট চা বাগানের শ্রমিক অজিত সাউ, কলাবতি মুন্ডারা বলেন, “সামনে পূজা আমরা সন্তানদের নিয়ে অনাহারে মরতে বসেছি ।
পুজোর সময় সন্তানদের মুখে এক মুঠো অন্ন তুলে দিতে পারছিনা।জিআর দিয়ে কি হবে এর বদলে বাগান খোলার ব্যাবস্থা করলে আমরা বেঁচে যাব।
আরও পড়ুনঃ চা বাগানে বিনামূল্যে স্যানিটারি প্যাড বিতরণ
প্রায় আট মাস ধরে বাগান বন্ধ,মালিক পক্ষ বাগান বন্ধ করে বাগান ছেড়ে পালিয়ে যায় । এর পর থেকে একপ্রকার অনাহারেই আছি । প্রশাসন বাগান খোলার ব্যাবস্থা করুক আমরা কাজ করে খাব।আমাদের জি আর চাই না,আমরা চাই বাগান খুলুক।”
এই বিষয়ে মাদারিহাট গ্ৰাম পঞ্চায়েত প্রধান মামনি শৈব বসুমাতা বলেন, “বন্ধ চা বাগান শ্রমিকদের তিন ইউনিট করে ৮০৩ জনকে জিআর দেওয়া হলো আজ ।” তবে ওই জি আর পেয়েও একটুও খুশি নয় মুজনাই চা বাগানের শ্রমিকরা ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584