নাগরিক অধিকার প্রয়োগের আনন্দ নিজস্বীতে ধরে রাখার প্রয়াস

0
79

রিচা দত্ত,মুর্শিদাবাদঃ

the respect to Right of the citizen
নিজস্ব চিত্র

উত্তেজনা সকাল থেকেই।রাজ্যের শাসক দল অধীর দূর্গ খ্যাত মুর্শিদাবাদের দখল নিতে মরিয়া।অপর দিকে মুর্শিদাবাদের দাদা খ্যাত অধীর হারানোর মাটি ফিরে পেতে মরিয়া।টানটান উত্তেজনায় চলছে ভোট পর্ব।কিন্তু রাজনৈতিক উত্তেজনার মাঝে গণতান্ত্রিক উৎসব উদযাপনে খামতির অভাব নেই।

সকাল থেকেই নিউজফ্রন্ট প্রতিনিধির ক্যামেরায় ধরা পড়া উৎসবের সেই টুকরো টুকরো ছবি আমরা প্রকাশ করেছি।নবীন ভোটারের কামনা,বরিষ্ঠ ভোটারের অভ্যাসে ভোট দেওয়া থেকে মানসিক হাসপাতালের আবাসিকদের ভোট চিত্র প্রকাশ হয়েছে আমাদের সংবাদমাধ্যমে।

আরও পড়ুনঃ বুথে গিয়ে ছাপ্পা ভোট দেওয়ার অভিযুক্তকে ধরলেন অধীর

এবার ধরা পড়লো এক ভিন্ন চিত্র।ভোট দিয়ে বেরিয়ে নাগরিক অধিকার প্রয়োগের খুশি নিজস্বীতে ধরে রাখার আনন্দ চিত্র।ক্ষমতা দখল অথবা ধরে রাখার উত্তেজনার মাঝে এই উচ্ছ্বাসের চিত্রও থাক খবর হয়েই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here