বিকলাঙ্গ ছাত্রছাত্রীদের সাহায্যে এগিয়ে এলেন অবসরপ্রাপ্ত রেলকর্মী

0
67

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর

the retired rail staff help to handicapped students

অবসর প্রাপ্ত রেলকর্মী সুবোধ কিস্কু বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের লেখাপড়ার অগ্রগতি জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন।

the retired rail staff help to handicapped students
নিজস্ব চিত্র

বাঙ্গালীরা যখন জামাই ষষ্ঠীর আনন্দে আত্মহারা তখন ৬৬বছরের বৃদ্ধ অবসর প্রাপ্ত রেলকর্মী সুবোধবাবু দিব্যাঙ্গদের সার্বিক কল্যান ও উন্নয়নের জন্য তার উপার্জিত অর্থ থেকে ১৬০০০.০০ টাকা সাহায্য করলেন নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতির কর্তৃপক্ষের হাতে। সুবোধবাবু আদিবাসী সম্প্রদায়ভুক্ত।পাঁশকুড়া থানার অর্ন্তগত কুনকপুর গ্রামের বাসিন্দা।

the retired rail staff help to handicapped students
মনোজ কিস্কু।নিজস্ব চিত্র

চার কন্যা ও এক পুত্র তাঁর।সুবোধবাবুর পুত্র মনোজ কিস্কু সম্প্রতি একটি উচ্চমাধ্যমিক স্কুলে শিক্ষকতার কাজে যুক্ত হয়েছেন।

আরও পড়ুনঃ ঝরে উড়লো টিনের চাল,সাহায্যের হাত বিধায়কের

the retired rail staff help to handicapped students
সুবোধ কিস্কু।নিজস্ব চিত্র

তিনি বিভিন্ন ভাবে দিব্যাঙ্গদের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের বহুমুখী উন্নয়ন মূলক কর্মসূচী নিয়েছেন শুধু তাই নয় প্রতিবন্ধীদের সাংস্কৃতিক অনুষ্ঠান তার মনকেড়ে ছিল।তার বাবার দয়ালু ইচ্ছেকে পুরণ করতে তিনি কোন দ্বিধা না করে এই প্রতিষ্ঠানকেই বেছে নেন।নিজ ইচ্ছায় এসে প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগ করেন এবং সব কিছু জানার সাথে সাথে তিনি স্বাধীনতা সংগ্রামী প্রয়াত ডঃ সুশীল কুমার ধাড়ার আর্শীবাদ যে প্রতিষ্ঠানে রয়েছে সেই প্রতিষ্ঠানকে তার পরিবারের সাহায্য অসহায় মানুষের জন্য দান করতে পেরে একটা বিশেষ অনুভূতি সঞ্চয় করলেন।ঐ দিনের অনুষ্ঠান প্রতিষ্ঠানের হোম আবাসিক,বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র-ছাত্রী ও অনান্যরা উপস্থিত ছিলেন।দৃষ্টিহীন প্রিয়াংকার গান,পার্বতীর জীবন যুদ্ধের কাহিনী নিজচোখে দেখে শুধু অভিভূত নয় বিস্মিত হন তিনি,আর বলেন আজ জীবনের এক বিশেষ অনুভূতি নিয়ে ফিরে যাচ্ছি। সমাজের বহু প্রতিষ্ঠান যদি সত্যি সত্যি আন্তরিকতার সাথে এই রকম কাজে যুক্ত হয় তাহলে আগামীদিনে গ্রামগঞ্জে থাকা অনেক প্রতিবন্ধী সমাজে প্রতিষ্ঠিত হতে পারে।জীবনের স্বাদ খুঁজে পাবে।তাঁর একমাত্র পুত্র মনোজ কিস্কু জানান,”আমার কর্মস্থল বহুদুরে হলেও সারা জীবন এদের সাথে এদের পাশে থাকার অঙ্গিকার করছি।”
প্রতিষ্ঠানের সাধারন সম্পাদক যোগেশ সামন্ত জানান, “প্রয়োজনের তুলনায় সরকারের সাহায্য অনেক কম তাই এই সব গরীব অসহায়, দরিদ্র, দিব্যাঙ্গদের কল্যান ও উন্নয়নে ভীষন জরুরী। সুবোধবাবুর মতো আরো অন্যরা এগিয়ে এলে আমাদের কাজ করতে সুবিধে হবে।তাই সরকারের আন্তরিকতার সাথে সাথে জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের আরো বেশী সাহায্য কামনা করে প্রতিষ্ঠানের ক্রমশ স্থিতি স্বাধীনতা সংগ্রামী প্রয়াত ডঃ সুশীল কুমার ধাড়া মহাশয়ের আর্শীবাদ ধন্য প্রতিষ্ঠাকে সমাজে মাথা উঁচু করে এগিয়ে যাবে সেই ব্রততে আমরা সবাই সামিল।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here