রাহুল রায়, পূর্ব বর্ধমানঃ
সীমান্তের বাতাসে যখন বারুদের গন্ধ ভাসে,শহীদের রক্তে সিক্ত হয় ভূসর্গের মাটি!বীর শহীদের শবদেহ নিয়ে শুরু হয় রাজনৈতিক তরজা;তখনই পূর্ব বর্ধমানের কাটোয়া ২নং ব্লকের পলসোনার মাটিতে শিবরাত্রি উৎসব ঘিরে বেঁধে বেঁধে থাকার উৎসব।দীর্ঘ একান্ন বছর ধরে চলতে থাকা এই মেলানুষ্ঠানকে ঘিরে এলাকার মানষদের উৎসাহ থাকে বাঁধনছাড়া।
আরও পড়ুনঃ ফালাকাটার জটেশ্বর মন্দিরে শিবরাত্রি ঘিরে উদ্দীপনা
এবছর বাড়তি উদ্যোমে চলছে পলসোনার ঐতিহ্যময় শিবরাত্রি মেলা।আশেপাশে গ্রাম থেকে প্রায় পাঁচশো মহিলা উপবাস করে শিবের গলায় মালা দিতে আসে।পূজাপলক্ষে চলতে থাকে কলকাতা দলের যাত্রা।মেলাকমিটির উদ্যোক্তা বংশী ঘোষ,চন্দন ঘোষ,শিশির মন্ডল,হৃদয় ঘোষ- এদের কথায় এই শিবরাত্রি মেলা পলসোনার সহ আশেপাশের গ্রামগুলির মধ্যে ঐক্যের পরিবেশ তৈরী করে।সবকিছু মিলিয়ে পলসোনার সর্বজনীন শিবরাত্রি মেলা সুস্থ-সংস্কৃতির উৎসস্থল হয়ে ওঠে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584